![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
যাদের ছায়ার ভেতর এদ্দিন লিখেছি আমার
আগামীর গান
তাদের কোনো চোখের দিকেই আর
তাকাতে পারছি না -
দৃষ্টি
মূহুর্তে ঝলসে যাচ্ছে
আহত বৃষ্টিতে ঢেকে যাচ্ছে আমার সম্পূর্ণ লাজ
যেহেতু
যাত্রা পথের প্রতিটি বৃক্ষই আজ অদ্ভুতরকম স্থির
ডানাগুলোও বিনম্র
ম্লান
( হ্যাঁ -
বৃক্ষ বলতে সেইসব কৃষ্ণ বা রাধাচূড়ার কথাই বলছি
বৃক্ষ বলতে বলছি শিমুল বা পলাশের কথা
বলছি আমার অগ্নির কথাও -
যাত্রা পথে
আরও যারা থাকে সবসময়
বলছি তাদেরও কথা )
যাদের প্রণয়-স্পর্শে
ফুটেছে এদ্দিন সহস্র ফাল্গুন-দিন আমার
তাদেরকে কি বলবো আমি
আমার কি সেই স্রোত আছে
আমি কি সৌন্দর্যের বিনির্মাণে নিজেকে ভুলে যাইনি
অর্বাচীনের মতো
কেননা
সৌন্দর্যের যে আশ্চর্য উদ্ভব এনে এই মেট্রোপলিটনকে
উর্বর করেছি বলে ভাবছি আমি
তার মতো করুণার আর কীইবা হতে পারে
২৪.০৫.২০১৭; উত্তরা
২৫ শে মে, ২০১৭ সকাল ৯:৪৪
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ জি
২| ২৫ শে মে, ২০১৭ রাত ১:২২
উম্মে সায়মা বলেছেন: সুন্দর হয়েছে ঋতো ভাই। আপনি নিয়মিত কবিতা চর্চা করেন দেখে ভালো লাগে। আমারতো লেখা আসেইনা।
২৫ শে মে, ২০১৭ সকাল ৯:৪৮
ঋতো আহমেদ বলেছেন: আপনি অনেক ভাল লিখেন সায়মা। শুভ কামনা
৩| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:৫২
সালমান মাহফুজ বলেছেন: গাঁথুনি বেশ মজবুত বলে মনে হচ্ছে । কবিতার প্রতি ভালো লাগা ।
২৫ শে মে, ২০১৭ রাত ৯:১৩
ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যের জন্য ধন্যবাদ মাহফুজ। ভাল থাকবেন।
৪| ২৬ শে মে, ২০১৭ সকাল ৮:৪৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা ভাল হয়েছে।
২৬ শে মে, ২০১৭ সকাল ৯:৫০
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৭ রাত ১:০১
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার হয়েছে!