![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
রাত পোহাবার অনেক আগেই
ঘুমের ভেতর
লুকোনো দরজার কাছে এসে
দাঁড়িয়েছিলে -
সন্তর্পণে
কিছু কি দেখছিলে
কথা ও দ্বিধায় জড়িয়ে চোখে
চেয়ে থেকে থেকে
ওপাশেই নির্ভার আমার শব
সে কিছু বলেনি
যেহেতু সেইসব শব্দেরা আসেনি তখনও
পৃথিবীতে রাতে
রাত পোহাবার অনেক আগেই
তুমি তাকে দেখেছিলে
তুমি তার নাম
লিখেছিলে
গোপন দরজায় কপাটে কড়ায় এবং
স্বপ্ন-দ্বিধায়
অগ্নি
অগ্নি
অগ্নি আমার
৩১.০৫.২০১৭; উত্তরা
০১ লা জুন, ২০১৭ রাত ১২:২৬
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ সায়মা। ভাল থাকবেন।
২| ০১ লা জুন, ২০১৭ সকাল ১১:৫১
মোস্তফা সোহেল বলেছেন: ভাল হয়েছে কবিতা । ভাল থাকুন কবি।
০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:৫৯
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ
৩| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১১:২২
নীলপরি বলেছেন: বাহ ! খুব ভালো লাগলো । ++
০৩ রা জুন, ২০১৭ দুপুর ১২:৩৯
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ । ভাল থাকবেন।
৪| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:১৫
বিজন রয় বলেছেন: আপনার ব্লগে অনেক দিন আসা হয় নি।
কেমন আছেন?
সব মানুষই একটু না একটু দ্বিধায় থাকে।
কবিরা আরো বেশি।
চমৎকার।
০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:০৪
ঋতো আহমেদ বলেছেন: ভাল লাগলো ভাই । ব্লগে আসার জন্য ধন্যবাদ । অনেক দিন পর আপনার মূল্যবান মন্তব্য পেলাম ।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৭ রাত ১১:৩৩
উম্মে সায়মা বলেছেন: আপনার অগ্নিকাব্যগুলো খুব সুন্দর হচ্ছে ঋতো ভাই। ++