![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
সে আসেনি
শুধু বার্তা পাঠিয়েছে
নরম ওমের মতো সুন্দর সকরুণ
প্রলয়-বার্তা
আর আমার যথেষ্ট ইচ্ছেরা যে কোনো চোখে
চেয়ে থেকে থেকে
ফিরে এলে
পথ পড়ে থাকে পথের মতন পথে
আমি পড়তে পারি না
মনে করতে পারি না এইসব লিপি
আদৌ কোনো কালে ইনস্টল হয়েছিল কী না
আমার অগ্নির মনে
পথ পড়ে থাকে পথে
বার্তায় বার্তা বহে মনেপ্রাণে বনে
০৫.০৬.২০১৭; উত্তরা
©somewhere in net ltd.