![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
কাঠের গায়ে কান পাতলেই আকাশকে শুনতে পাই -
এখানে আকাশ মানে আকাশকুসুমও হতে পারে
আর শুনতে পাওয়া ভয়েস-টা যার
তার অবয়ব কাঠের মতোই
আমাদের মনের বিপরীত দ্বারে
সিঁড়িতে
যখন স্থির হয়ে দাঁড়িয়েছে বলে মনে হয় একবার
তখন শ্রবণ মুখর ভীষণ বর্ষন দিনে
কাঠের গায়ে কান পাতি আমরা
আকাশকে শুনতে পাই
শুনি
০৬.০৬.২০১৭; উত্তরা
©somewhere in net ltd.