![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
মন-পাহাড়
তোমাকে পেরিয়ে যাওয়ার গল্প লিখতে গিয়ে
আমার আঙুলের ভেতর
জন্ম নিয়েছে আজ অসংখ্যের সবুজ
আর তার বেড়ে ওঠা বৃহস্পতির বৃক্ষের শরীর থেকে
ঝরে পড়ছে কী-এক কান্নার ধূলো-রঙ জল
অতএব
সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার আগেই
এইসব জলকণায়
আর্শি রাখো
আলাদা করো প্রেম ও তোমার প্রান্তিক পোশাক
মন-পাহাড়
তোমার মনের গতিকে স্থির রাখো
এই গল্পের অলিতে গলিতে উত্থান ও পতনে
আমার অগ্নি
আমার হাতের ভেতর আমার হস্তরেখার প্রতিটি প্রশ্নে
একেকটি পথ খোলা রেখে দিয়েছে
যেন চাইলেই খুলে নিতে পারো মুখ ও মুখোশ
বুঝে নিতে পারো
আমার আঙুলের ভাঁজ
আমার আগ্নি ..
আমার অগ্নিকে
মন-পাহাড়
ও মন-পাহাড়
০৬.০৬.২০১৭; উত্তরা
©somewhere in net ltd.