![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
'Looking for a hill to ride / Looking for a hole to hide'
জানিনা এমন লিপি কোথায় পাও তুমি
ভেতরে ভেতরে
ফুঁসে উঠে উবে যাওয়া সেইসব অতল জলের ঢেউ
লিখে রেখে চলে গ্যাছো কবেই -
কবেকার অন্ধকার প্রণেয় পাথরের মতো
শক্ত ও শুভ
কামনার আগুন খাতায়
অবতল মনে
অথচ
প্রাণের ছায়ায় ফেলে ফেলে যদি আজ আমি তাকে
চিনি-
চিনে নিতে যাই
(মূর্খের মতো) করুণার অক্ষরে ভিজে গিয়ে
যদি আজ গলে
বাড়ানো অগ্নির হাত এমনকি
সমূহ সম্ভার ..
বুঝিনা এইসব লিপির ভেতরে কবে কোথায় লুকিয়ে থাকো তুমি
লিপি লিখে লিখে
অগ্নিলিপি
০৮.০৬.২০১৭; উত্তরা
১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৯
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ সায়মা। ভাল থাকবেন।
২| ১১ ই জুন, ২০১৭ রাত ১২:৫৪
উম্মে সায়মা বলেছেন: অ.ট.: আপনাকে এখনো প্রথম পাতায় এক্সেস দেয়নি?
১১ ই জুন, ২০১৭ রাত ১:০৮
ঋতো আহমেদ বলেছেন: Not yet. নজরে আসিনি এখনো
৩| ১১ ই জুন, ২০১৭ রাত ১:১৩
উম্মে সায়মা বলেছেন: আপনি ফিডব্যাকে একটা মেইল করে দেখতে পারেন। কবে যে নজরে আসবেন তার কোন ঠিক নেই।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৭ সকাল ৭:৪৩
উম্মে সায়মা বলেছেন: বুঝিনা এইসব লিপির ভেতরে কবে কোথায় লুকিয়ে থাকো তুমি
লিপি লিখে লিখে
লিপির ভেতর লুকিয়ে থাকে। অমর হয়ে রয়।
খুব সুন্দর ঋতো ভাই।