নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

স্মারকলিপি

১০ ই জুন, ২০১৭ রাত ১১:৫৯

কৃতজ্ঞতা স্বীকার: শ্রীজাত (একদিন)

সেদিন
ঘুমের ভেতর খুব একটা এগুতে পারছিলাম না
আর
আকাশ হঠাৎ পরমাত্মীয়ের মতো
পথ কেটে কেটে
চ’লে আসে আমার শিয়রে

ঝুঁকে
আমার কপাল বরাবর একটি স্মারকলিপি রাখে
যেটা প্রতিপন্ন ক’রে পৌঁছুতে বলে অনেক ওপরে

কিন্তু আমার তা পড়া হয় না

কেননা আমি তখন ঝড়ের দিকে তাকিয়ে
বিষ্ফোরণে প্রাক্তন আমার শবের কথা ভাবছিলাম
সেই পোড়া দাগ আর ঘ্রাণের কথা ভাবছিলাম
যা আমাকে অর্জন করতে হয়েছিল সরলতায়

ভাবছিলাম ‘একদিন’-এর কথা
নির্মম সম্ভাবনার মধ্য দিয়ে যাপিত সুন্দরের কথা
যা আমাকে তাড়িত করছিল করুণতম নিঃশব্দে ও
নির্বাকে

ভুলে গিয়েছিলাম
পৃথিবীতে তরবারি ছাড়া আরও কিছু আছে এখনো
বুলেট / বিষ্ফোরক ছাড়া
অন্ধত্ব ও বধিরতা ছাড়া

আমার সম্পর্কের রঙে গোটা একটা জীবনকবিতাও আছে

যেটা লিখবো বলে একে একে দেখা হচ্ছিল
শক্তি শঙ্খ জয় থেকে শুরু ক’রে অরুণ জীবন বিনয় থেকে
রুদ্র মাহমুদ মন্দাক্রান্তা ও কৌস্তভ শ্রী পর্যন্ত

অথচ আমি মনে করতে পারছিলাম না সব অক্ষর আমার
পরিচিত কী না
বুঝতে পারছিলাম না
আমাকে পড়তে দেয়া স্মারকলিপির সেইসব নিহিত নাম
ওপরে প্রেরণ করার কে আমি

আমার দূঃস্বপ্নের পাএ পাএ এমন শিকল কে পড়ালো
আমি তো এগুতে পারছি না

হায় -
ঘুমের ভেতর বিশেষ আকাশ হঠাৎ ঝুঁকে আসলেও
কেন যেন আমি আর এগুতে পারি না

১০.০৬.২০১৭; উত্তরা

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:১৩

প্রথমকথা বলেছেন: সুন্দর লিখা, চালিয়ে যান।

১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:২২

ঋতো আহমেদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ১৮ ই জুন, ২০১৭ সকাল ৯:০৪

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর। আপনার কবিতাগুলো একদম ইউনিক।++

১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:০৩

ঋতো আহমেদ বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সায়মা। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.