![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
যতোটা বলেছি তারও চেয়ে বেশি
না ব’লে যতোটা
বেদনার মর্মমূলে
গিয়ে ভুলে যেও সব
সমস্ত
এ জীবন ধন্য হবার নয়
আলো এসে লিখে গ্যাছো
এমন প্রণয় ভার
আমার
যতোটা রেখেছি হাতে
রঙে ও রেখায়
তারও চেয়ে বেশি
ভুলে যেও
ভুলে
১৫.০৬.২০১৭; উত্তরা
১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩২
ঋতো আহমেদ বলেছেন: হুম.. অভিমান.. প্রণয়ে সুন্দর.. গভীর
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৭ সকাল ৯:০৫
উম্মে সায়মা বলেছেন:
অভিমানের কবিতা...