![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
যাবো না ব'লে কি না গিয়ে থাকা যায় থেমে
ও পাহাড় ও বর্ষন-স্রোত আমার
দিয়েছো এমন ভাঙনের ডাক যে এবার
দূঃস্বপ্নের ঝংকারে আপাদমস্তক ঝাঁপ
না দিয়ে উপায় কী আর
অথচ দৃষ্টিকে নত রাখতে বলা হ’চ্ছে..
অবশ্যম্ভাবী এইসব হত্যাকে অস্বীকার করা-ই যেন
সমীচিন এখন
ভেসে যাক প্রাণ
ডুবে যাক মাটি
মৃত্তিকার ভেতরে মৃত্যুতে ঢেকে ঢেকে
বৃক্ষের বেড়ে ওঠার মতোই শাখায়/প্রশাখায় গজিয়ে উঠুক
হাড়
আর আমার অস্থি-র মধ্যে পুষে রাখা ঘুণ আমাদের মজ্জার..
আমাদের লজ্জার
হাহ্ -
(মূর্খ হ’তে পারি
তাই ব’লে মূক ও বধির ভাবাটা বাড়াবাড়ি)
সম্পর্কের সবুজ ও মৌন মাটিকে এদ্দিন
যে রূপে চিনিয়েছো তুমি
আজ তার অবয়বে এ কোন মুখ
লেপ্টে দিয়েছো হঠাৎ এ কোন দীনতা
গোড় ও প্রত্ন খুঁড়ে খুঁড়ে ..
ও পাহাড় ও বর্ষন-মুখ আমার
পৃথিবীর ইতিহাসে গোপন লুণ্ঠনের ইতিহাস হ’য়ে
পাথরের মতো চেপে বসে আছো সেই কবে
পরিপাশে নূড়ি ও ছায়ার শহর এবং
অনিঃশেষ নির্মেয় ভাঙনের মুখ -
আমাদের
ও পাহাড়
আমাকে যেতে হবে - যাবো না ব’লেও স্রোতে ও ধসে
যাওয়াই কাম্য এবার
২৩.০৬.২০১৭; কালীবাড়ি বাইলেন
২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ সায়মা। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০১
উম্মে সায়মা বলেছেন: ভালো লিখেছেন ঋতো ভাই। শুভ কামনা।