| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঋতো আহমেদ
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
ঘুমের মধ্যে
একশত জানালার কপাট হঠাৎ ভারী হ’য়ে এলে
বিগত রাত্তিরে রাতেরা সব
ভৌতিক বিউগলে
(বিস্তারিত ও বিচ্ছিন্ন পংক্তিমালায়)
আমার দূঃস্বপ্নের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়
আর আমি হাত বাড়িয়ে ছুঁই আমার পূর্ব মুহূর্তের মৃত্যুকে
দেখি আমার
সমবেত আত্ম-অংশেরা এক-একটি মশাল হ’য়ে
দারুণ সব দাবি নিয়ে জ্বলছে
তারপর ধীরে
সন্তর্পণে
একটি সংঘাত অনিবার্য হয়
২৪.০৬.২০১৭; ময়মনসিংহ
©somewhere in net ltd.