![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
ঘুমের মধ্যে
একশত জানালার কপাট হঠাৎ ভারী হ’য়ে এলে
বিগত রাত্তিরে রাতেরা সব
ভৌতিক বিউগলে
(বিস্তারিত ও বিচ্ছিন্ন পংক্তিমালায়)
আমার দূঃস্বপ্নের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়
আর আমি হাত বাড়িয়ে ছুঁই আমার পূর্ব মুহূর্তের মৃত্যুকে
দেখি আমার
সমবেত আত্ম-অংশেরা এক-একটি মশাল হ’য়ে
দারুণ সব দাবি নিয়ে জ্বলছে
তারপর ধীরে
সন্তর্পণে
একটি সংঘাত অনিবার্য হয়
২৪.০৬.২০১৭; ময়মনসিংহ
©somewhere in net ltd.