![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
সময়ে থামি
যতক্ষণ না অথৈ অগ্নি আমার ঘুরে
আমার দিকেই আসে -
সময়ের মধ্যিখানে
স্থির হ’য়ে দাঁড়িয়ে আমার প্রথম প্রতিজ্ঞার তান-এ
প্রত্যর্পিত হয়
আমি হাত রাখি .. ডুবি..
আর আমার উদ্ধত আগুন কী-এক কান্নার ঢেউয়ে
ভেসে যেতে গিয়ে
নিজেকে জড়ায় ঘর্মাক্ত কাঁদা ও স্রোতে
আমি তাকে বৃষ্টি-বিন্দুর সুখে একটি জন্মের কথা বলি
আর একটি প্রজন্মের গল্প লিখতে গিয়ে
পিষে ফেলি
কেননা একমাত্র সে-ই ..
সে-ই আমার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মিলে সব -
সম্পূর্ণ উপকূল জুড়ে তার উর্বর পলির ঘ্রাণ
মাদকতা
আমাকে শেষ পর্যন্ত পরাভূত ক’রেই ছাড়ে
তার থেকেই উদ্গম হবার নতুন বৃষ্টি ও বৃক্ষের
সে আমার অগ্নি
অগ্নি
ওহ্ অগ্নি
এসো -
সময়ে থামি
২৪.০৬.২০১৭; বাইলেন
২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৪২
ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ ফরিদ ভাই। ভালো থাকবেন।
২| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:৪৫
সুমন কর বলেছেন: একটু কঠিন, তবে পড়তে ভালো লাগল।
২৫ শে জুন, ২০১৭ রাত ১:৫৩
ঋতো আহমেদ বলেছেন: আপনি কঠিন বলেছেন তার মানে সত্যি ভাববার বিষয়। মন্তব্যে অনুপ্রাণিত হোলাম।
৩| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম..
অগ্নিন উত্তাপে উন্মততায়
লাভার মতো
পৃথিবীর স্পর্শ পেতে ব্যাকুল প্রাণেরা
চক্রাবর্তনের নিত্যতায়
আগম-নিগমের সিড়িতে চলমান।
ভালরাগল ভাবনা ও প্রকাশ
ঈদ মোবারক
২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৩
ঋতো আহমেদ বলেছেন: ঈদ মোবারক। এই প্রথম মন্তব্য করেছেন আমার ব্লগে। ভাল লাগলো খুব। ধন্যবাদ।
৪| ২৬ শে জুন, ২০১৭ রাত ১:০০
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার ভাব তাল লয় রয়েছে যথেষ্ট গভীরে। অনুভবের গভীরতায় শুধুই মুগ্ধতা! অশেষ শুভকামনা কনি!
২৬ শে জুন, ২০১৭ রাত ১:০৭
ঋতো আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মতামত আমার প্রেরণা হয়ে থাক। শুভ কামনা
৫| ২৬ শে জুন, ২০১৭ রাত ১:০৮
ভ্রমরের ডানা বলেছেন:
বানান ভুলের জন্য দুঃখিত! অশেষ শুভকামনা কবি!
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৩৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর প্রকাশ