| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঋতো আহমেদ
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
কাল সকালে আমার জানালা গ’লে প্রথম যে রোদ্দুর
আমার শিয়রে এসে দাঁড়াবে
তার জন্য অগ্রিম শুভেচ্ছা ও সম্ভাষণ লিখে রাখছি
এবং
আরও লিখে রাখছি
সে আমার চিবুক বরাবর স্পর্শের মাধ্যমে
একটি আবেদন রাখবে
যেটা গ্রহণ বা খারিজ করার সম্পূর্ণ অধিকার একমাত্র
আমার অগ্নির
আমি কেবল ঘুম-ঘোরে চোখের উপর তার দৃষ্টিকে
ব্রত হিসেবে বুঝে নিয়ে
আকাশের এক পরত থেকে অন্য পরতে
নেমে আসবো
তারপর
ধীরে
আরও ধীরে
যখন সেই কাকলি ও প্রথাগত প্রযুক্তি
আমার কর্ণকুহরে প্রবিষ্ট হ’তে থাকবে
আমি ঝাঁপ দেবো শেষ আসমান থেকে একেবারে আমার
অগ্নির পার্থিব প্রণয়-শিখায়
আর আমার হাত উত্থিত হবে পরশমণির সেই সুরে
যেখানে আবেদন হবে শুধুই আবেদনময়ীর -
অগ্নির
হ্যাঁ -
আমার অগ্নির
(অতএব আজকের মতো শুভ রাত্রি)
২৪.০৬.২০১৭; বাইলেন
২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:০২
ঋতো আহমেদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভৃগু ভাই। অনুপ্রাণিত হলাম।
২|
২৬ শে জুন, ২০১৭ রাত ১২:০১
জোকস বলেছেন: "ঈদ মোবারক"
২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৩৩
ঋতো আহমেদ বলেছেন: ঈদ মোবারক
৩|
২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৪৯
ভ্রমরের ডানা বলেছেন:
বিশুদ্ধততম প্রকাশ! অনুভবে প্রশান্তি!
২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৫৪
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। ঈদের শুভেচ্ছা জানবেন।
৪|
২৬ শে জুন, ২০১৭ রাত ১:৩০
ডঃ এম এ আলী বলেছেন: 
২৬ শে জুন, ২০১৭ রাত ১:৪৬
ঋতো আহমেদ বলেছেন: ঈদ মোবারক ডঃ। আপনি কি দেশে আছেন না প্রবাসে?
৫|
২৬ শে জুন, ২০১৭ সকাল ৮:৪৬
উম্মে সায়মা বলেছেন: বাহ! খুব রোমান্টিক লাগল ঋতো ভাই। প্রথমার্ধ বেশি ভালো লেগেছে।
ঈদ মোবারক!
২৬ শে জুন, ২০১৭ সকাল ৮:৫৩
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ সায়মা। ঈদ মোবারক। কেমন আছেন। আপনার ঈদ আয়োজন সুন্দর হোক এই কামনা করছি।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

সমপর্ণের প্রকাশে মুগ্ধতা