![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
পৃথিবীতে বুদ্ধি হবার পর আমরা মানুষেরা কেন যেন অদ্ভুত
নির্বোধ হ’য়ে যাই
আমাদের চোখের চারপাশে ছড়িয়ে যায় কতিপয় শব্দেরা
যাদের গর্ভে আমরা মুহূর্মুহূ বিলীন হই এবং জন্মাই
ভালোবেসে সেইসব শব্দের নাম দিই ঘৃণা ..
আর সেই হাবিল/কাবিল থেকে শুরু ক’রে আজকের এই
শূন্য মুহূর্তটি পর্যন্ত
একে একে ঘটে যায় আমাদের সমূহ উর্বর কীর্তি
আমরা ইতিহাস লিখি
বলি এ-ই আমাদের সভ্যতা
আহ্ সভ্যতা
(সভ্য নান্দনিক পৈশাচে আমরা ছিন্নভিন্ন করি আমাদের
জন্মদ্বার
পশুকে প্রণাম ক’রে হত্যা করি সহোদর
এবং আরও..)
যেহেতু সেইসব নিহিত শব্দেরাই আমাদের নির্ধারিত দৃষ্টিসীমা
আমি আর কী দেখবো বলো
দূরদৃষ্টি বলে কিছুই নেই আজ
নেই দূরদর্শীতাও
কেবল বুদ্ধির ঐ আশ্চর্য উৎকর্ষে আমরা মানুষ হয়ে উঠছি -
অদ্ভুত নির্বোধ মানুষ
২৬.০৬.২০১৭; বাইলেন
২৭ শে জুন, ২০১৭ দুপুর ২:৫৭
ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৭ দুপুর ২:২২
ভ্রমরের ডানা বলেছেন:
সত্যি অসাধারণ অনুভব!