![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
আমাকে নজরবন্দি রাখো
নয়তো উড়াল দেবো তোমাদের পালনকর্তার ঐ পাহাড়টা
পেরিয়ে
সাত আসমানের ঠিক ওপারেই
যেখানে প্রবাহিত হচ্ছে দুগ্ধ-নহর
যেখানে প্রবেশনুমতির জন্য আবেদন করতে বলছো
আমার সামগ্রীক জীবনের পূণ্যে
হায় -
আমি কি দেবতাদের বরপুত্র যে অস্বীকার করবো এই
মনুষ্য-যাপন
না কোনো ফেরেস্তা-সমান চরিত্র অর্জন করা আমার কাজ
আমার পার্থিব গন্তব্য
আমি কেবল ঘুম-ঘোরে দৃষ্টি আকর্ষণ করছি এই প্রশ্নময়
সময়ের
আর দৃশ্যাবলীকে তাদের আপন গতিতেই
বইয়ে দিচ্ছি
শতাব্দীর পর শতাব্দী
যেন
যে কেউ ভূমিষ্ঠ হয়েই বুঝে নিতে পারে তার নিজস্ব আলো
ও হাওয়া
হ্যাঁ -
পৃথিবীতে বাতাস যেহেতু ভারী এখন
সীসায় সীসায় ঝাঁকুনি উঠতে পারে যে কোনো সময়
তাই আমার
সামান্য চাঞ্চল্যই তোমার কাছে লক্ষ্যণীয় হয়ে উঠতে পারে
আমার আড়াল
হতে পারে তোমার শংকার কারণ
সর্বোপরি অননুমেয় আমি
আমাকে নজরবন্দি রাখো
স্থিরতায় বেঁধে আমার উপর বর্ষণ করো তোমার কৃপা
হে আমার অনুশাসন হে আমার কিতাব..
নয়তো উড়াল দেবো .. পাহাড় পেরিয়ে .. আসমান পেরিয়ে
ওপারে
২৭.০৬.২০১৭; বাইলেন
©somewhere in net ltd.