![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
গতকাল রাতে একটি পাহাড় এসে শুয়েছিল আমার পাশে
প্রথমে তাকাই নি
ভেবেছি নদী হবে হয়তো
যেহেতু সমগ্র বিকেল এখানে
একমাত্র নদ হয়ে বয়ে গিয়েছিলাম তাই
কেবল একটি নদীরই এসে শুয়ে পড়া স্বাভাবিক মনে হয়েছে
কিন্তু একটু পর যখন একটা পুরো শতাব্দী অতিক্রান্ত হোলো
আমি পাশ ফিরলাম
(আমার চোখ বন্ধই ছিল
আর আমার শিয়রে ছিল দৃষ্টির অন্তর্জাল)
কয়েকটা শব্দ শুনতে পেলাম
তারপর
শব্দে শব্দে একটি আওয়াজের ঘুর্ণি তৈরি হয়ে হঠাৎ আমার
কর্ণকুহরে ঢুকে গেল
পাক খেতে খেতে আমার দূঃস্বপ্নের চারপাশে ঘণ কালো
মেঘের আকার ধারন করলো
আমি সেই গর্জনে সন্ত্রস্ত হয়ে একসময় তাকালাম
দেখি পাহাড় নয় এমনকি নদীও না
প’ড়ে আছি এক আশ্চর্য জ্বালামুখে
এক্ষুনি যার উদগিরণ আমাকে ভষ্ম করতে উদ্যত
আমি উত্থিত হলাম এবং কোনো কিছু না ভেবেই
আমার শরীরের সমস্ত জলে ভাসিয়ে দিলাম সেই
শুয়ে থাকা পর্বতের অগ্নুৎপাত
ফলশ্রুতিতে জন্ম নিলো আজকের এই প্রতিশ্রুত ভোর
২৮.০৬.২০১৭; বাইলেন
২৯ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৯
ঋতো আহমেদ বলেছেন: আপনার প্রশংসা পেয়ে ভাল লাগছে। অনুপ্রাণিত হচ্ছি।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর লিখেন আপনি
ভাল লাগল