![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
রাত নামবার আগেই আমাকে রাস্তায় উঠতে হবে -
এরকম ভাবতে ভাবতে
সবচেয়ে বড় ও চওড়া যে রাস্তাটা
এবড়োথেবড়ো জীবনের খুব কাছ দিয়ে চলে গেছে
তার নামটা স্মরণ করতে চাই
এবং স্মরণ করতে গিয়ে কিছুক্ষণের মধ্যে আমি একটা
জীবনকবিতার বাঁকে এসে পৌঁছাই
সেখানে অপেক্ষায় ছিল অপরাহ্ন
তার পরনে ছিল দৃষ্টির আলতা-রঙ
(যদিও এটা আমার পরিকল্পনার আওতায় ছিল না)
আমি তাকে বলি ভালোবাসি তারপর ছুঁয়ে দিই এমন এক
বৃষ্টি-বিন্দুর বেগে
যেন চাইলেই বিদ্যুৎ খুলে বেরিয়ে আসে মেঘ
আর
মেঘে মেঘে অর্জন
অথচ এগুলো আমার পূর্ব পরিকল্পিত নয়
রাত নামার আগেই আমি যে রাস্তাটায় উঠতে চেয়েছিলাম
সেটা ভিজে যায়
হয়তো ভিজতে ভিজতে একটা নদের আকার ধারণ করে
যেহেতু সন্ধ্যে নাগাদ পানি ছাড়া আমি আর কিছুই
দেখতে পাচ্ছিলাম না
তাই রাস্তাটার খোঁজে আমার চোখ দুটো খুলে নামিয়ে রাখি
আর
অন্ধকারে অন্ধের মতো হাত বাড়াই
সেই হাত যা দিয়ে ঈশ্বর তার দিব্য-দৃষ্টি লিখেছেন
২৮.০৬.২০১৭; বাইলেন
২৯ শে জুন, ২০১৭ সকাল ১১:৪১
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা ছবি। আপনার মূল্যবান মতামত আমাকে প্রেরণা জোগাবে। ভাল থাকবেন।
২| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: গভীর তাত্ত্বিক খেলা কাব্যে...
ভাল লাগল
+++
২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:১২
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভৃগু ভাই। সত্যিকার অর্থে কবিতাকে গহীনে গিয়ে স্পর্শ করতে পারেন এমন পাঠক যখন কবিতা পাঠ করেন এবং মূল্যবান মতামত রাখেন তখন অনেক ভাল লাগে।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৭ সকাল ১১:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার লিখেছেন
ভাল লাগল অনেক