![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
পুরো একটা দিন স্বপ্নের ভেতর গুলিয়ে নিয়েছি যে-
এখন আর তেমন বিস্বাদ লাগে না
অবলীলায় চালান করে দেয়া যায়
যেখানে প্রবাহিত হচ্ছে নদ ও প্রতি-নদ- আর পাহাড়
দাঁড়িয়ে থাকে ঠাঁয়
যেহেতু সে-ই ছিল বিগত রাতের প্রধান প্রতিযোগী
তাকে আমরা ভিজিয়ে দিয়েছিলাম
অপরিপক্ক অবস্থায় পাথর ও মাটির স্তুপ ছাড়া
তাকে আর কিছুই ভাবতে পারছিলাম না
এরপর তার গায়ে পশম গজিয়েছে
সূর্যোদয়ের ব্যবধানে সিনা টান করে দাঁড়িয়ে গেছে ও
ব্রহ্মপুত্রের কাছে পাহাড়কে (/) পাহাড়ের কাছে ব্রহ্মপুত্রকে
পাহাড়ের কাছে ব্রহ্মপুত্রকে ও ব্রহ্মপুত্রের কাছে পাহাড়কে
এভাবে আস্ত একটা দিন গলাধঃকরণ ক’রে বসে আছি
এখন তোমার যা হয় করো
২৯.০৬.২০১৭; বাইলেন
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৭
ঋতো আহমেদ বলেছেন: অকপট মন্তব্য, ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১১
ভ্রমরের ডানা বলেছেন:
হা হা হা.... শেষটা ফানি...