![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
আর অল্প কিছুক্ষণ পর এখানে একটা বিউগল বাজবে
তারপর প্রশাখাগুলো তাদের সোরগোল স্তিমিত ক’রে
একটা বড় ও চওড়া শাখায়
নিজেদের সমর্পিত করবে যেন প্রবেশকালে
ব্যথাতুর মুখগুলো
আমরা দেখতে না পাই
এদিকে সময় আমাদের নির্ধারিত
আর সেই সময়টুকুর মধ্যে যার যা দেখার দেখে নিতে
বলা হয়েছে
অনন্তের মহাযাত্রার পূর্বে আজকে এ-ই আমাদের কাজ
দেখা
এবং
দেখা
অতঃপর বিউগল
কিন্তু যদি তাই হয় তাহলে প্রশাখাগুলোর কী হবে আর
সেই ব্যথাতুর মুখগুলোর
যাদের বিলীন হবার কথা সমর্পণে
এইরকম বৈপরীত্যে বিউগল অবশেষে একটি শিরোনাম
হয়ে ওঠে
আর আমরা দেখি
এবং দেখি
এবং দেখতে থাকি
৩০.০৬.২০১৭; বাইলেন
০১ লা জুলাই, ২০১৭ সকাল ৮:৪৮
ঋতো আহমেদ বলেছেন: হা হা . . দারুন বলেছেন ''হিংসা হচ্ছে''। প্রশংসায় অনুপ্রাণিত হলাম। আশা করি ঈদ ভাল কেটেছে আপনার। শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৭ ভোর ৬:৫৮
উম্মে সায়মা বলেছেন: আপনার লেখা দেখেতো আমার হিংসা হচ্ছে। কী করে এত নিয়মিত লিখে যান! সত্যি প্রশংসনীয়। লেখা চলুক অবিরাম এই কামনায়....