| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঋতো আহমেদ
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
আদরের মাত্রাটুকু বুঝে যদি আমি দিব্যদৃষ্টির ভেতর
নিজেকে পাঠাই আর
অতিক্রম করে আসি (অতি)বাৎসল্য আমার-
আমি জানি
সে আমার গহীন আত্ম-জল ও বায়ু
তার চেয়ে প্রিয় কিছু নেই-
সে আমার আগুন খাতা.. ভীষণ স্বপ্ন-মন
তবু-
যদি আজ বদলে দিই দৃষ্টি আমার-
সে-ই হবে.. সে হবে- যেমন মানুষের হতে হয়
মানুষ
০৫.০৭.২০১৭; উত্তরা
০৯ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৩
ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার অনুভব!