| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঋতো আহমেদ
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
আমাকে দেখে তোমার যা মনে হয়
তার থেকে দূরে
অন্য একটা অরন্য আঁকতে গিয়ে
কিছুক্ষণের জন্য হলেও দাঁড়াই আমি.. আমি থামি-
মনে হয়
যদি সেই ঘর আর এই অরন্য তোমার মনের পিঞ্জরে
ঠাঁই না পায়-
যদি মনে হয়..
অন্য কিছু লিখে
তোমার চোখের চারপাশে ছড়িয়ে দিই বৃহস্পতি-
যদি ওইসব আলো ও ছায়ায় খেলে
দৃষ্টির দূরত্বের
অন্তর্জালে
জড়াই আমার অগ্নিকে.. অথবা জড়াই আমাদের
পার্থিব স্বার্থ স্বাপ্নিক
মায়া
তুমি কি এমন তুলির আঁচড়েও বৃক্ষের মতো হবে না..
হবে না
আমার অগ্নির ছায়া
০৬.০৭.২০১৭; উত্তরা
১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪২
ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ করার জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২১
ভ্রমরের ডানা বলেছেন:
রোমান্টিক কাব্য! খুব ভাল লেগেছে!