নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

নিশুতি পর্ব (০২)

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৯

১.
নিজেকে নামাই
আমি তার অপেক্ষায় দিন ও রাতের এই পৃথিবীতে
হাওয়ায়
লিখে রাখি লিপি

(কেননা হাওয়া-ই হাওয়ায় মিলিয়ে গিয়ে
থাকে
চিরদিন ভেসে-
ভেসে ভেসে মৌসুমে এই গোলার্ধ থেকে দূরে
দূরের অর্ধে

তারপর ধীরে
ফিরে আসে কোনো এক অন‍্য ঘূর্ণির পর)

আমি তাকে লিখি
আরও লিখি
আর
লিখিত রূপের মধ্যে রাখি অপেক্ষার প্রহর এবং আর‌ও..
এক
শতাব্দীর সম্পূর্ণ শরীর ভেঙে নিজেকে নামাই আর লিখি

নিশুতি
নিশুতি ও
নিশুতি

২.
জানি সে-ও ভাঙে
ভেঙে চুরমার করে

দিল

৩.
কিন্তু শব্দ শুনতে পাই গর্জনের..
যেহেতু হৃদয় আর আসমান পৃথিবীতে সমার্থক বলে
বিবেচিত

৪.
হয়তো এই জন্যই

আমাদের মেট্রোপলিটন এবং তার থেকে দূরে অনেক দূরে
ওপারে
আরও একটি প্রিয় প্রাচীন শহর

ডোবে

৫.
আর আমরা পাই আমাদের আশ্চর্য ভেনিস

০৭.০৭.২০১৭; উত্তরা

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫১

উম্মে সায়মা বলেছেন: আপনার লেখার স্টাইলটা অন্যরকম। ভালো লাগে। শুভ কামনা রইল।

০৯ ই জুলাই, ২০১৭ রাত ১২:২০

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ সায়মা। এই স্টাইলটা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। লেখায় ও লেখার স্টাইলে স্বকীয়তা লেখককে ও লিখাকে আলাদা করে চিনতে সাহায্য করে। এটা প্রয়োজনীয় বলে মনে হয় আমার। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.