![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
১. সেতু ও সড়ক
জীবনের খুব কাছ থেকে শুরু হয়ে
একটা সড়ক আমাদের পরিকল্পনায় উড়াল দেবে বলে
ঈশ্বর তা
লিখেছিলেন তাঁর
দাপ্তরিক কাগজ ও খাতায়
তারপর সেটি সিগনেচার ও সিল-গালার মাধ্যমে প্রেরণ
করেন
জীন এবং ইনসানের কাছে
কিন্তু সেই কাজের কোনো অগ্রগতি হচ্ছিল না
তিনি হয়তো ভুলে গিয়েছিলেন ইনসান ও জীন
(সমান্তরাল ভাবে)
দুটি আলাদা মাত্রায় অবস্থান করে
তাই তাঁকে মনে করিয়ে দিতে আমি যাই তাঁর কাছে আর তাঁর
কর্ণকুহরে একটি সিগন্যাল পাঠাই
সিগন্যালটির নাম বলি ‘সেতু’
১৭.০৭.২০১৭; চন্দ্রা
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার ভাবনাসেতু যথেষ্ট প্রশস্ত..