নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

একগুচ্ছ সিদ্ধান্ত

২১ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫৯

রাতের জোয়ারে পৃথিবীতে আমাদের এই মেট্রোপলিটনের
মস্তিষ্কের ভেতর রক্তক্ষরণের মতো
সংক্রমিত হয় কিছু অংক ও শব্দেরা
যাদের আমি লিপিবদ্ধ করি কতিপয় গুরুত্বপূর্ণ বিবেচনায়
আর
উপনীত সিদ্ধান্তে

যেগুলো নিম্নরূপ:-

০১. লোডশেডিং

‘গণিত কষিয়া এটি প্রমাণ হ‌ইয়াছে যে ঢাকায় লোডশেডিং বলিয়া কিছু নাই’- ডেসকো

০২. সাপ্লাই-পানি/গন্ধ-জল

‘জল বলিয়া কিছু নাই/পানিও নাই- মনে করুন ইহ-জনম বলিতে মরু-জনম বুঝায়’- ওয়াসা

০৩. চিকনগুনিয়া/ডেঙ্গু সংক্রান্ত

‘মশারি টাঙাইয়া ঘুমানোর দায় আপনার নিজস্ব
এক্ষেত্রে কোনো ভাবেই এডিস কিংবা নগরপিতা দায়ি নহে’

০৪. জলজ

‘আবাল বৃদ্ধ বনিতা- সকলের‌ই সাঁতার শিক্ষা বাঞ্ছনীয়’
কেননা
অলিগলি সড়ক কিংবা রাজপথের এই মহানগর
যেকোনো মুহূর্তে হ’য়ে যেতে পারে- হয়- মহাসমুদ্র ভীষণ

ভেনিস

০৫. যানজট সংক্রান্ত

‘সমস্ত যান পরিত‍্যাজ‍্য বলিয়া গণ্য করুন’
যান না থাকলে সৃষ্টি হ‌বে না জটের জটিলতা নষ্ট হ‌বে না
আপনার
মূল্যবান কর্মঘন্টা

০৬. জ্বালানি-বায়ু

‘যেহেতু বায়ু-ধর্ম ঊর্ধ্বমুখী সেহেতু এর বিপরীতে আমাদের
মুখ রাখিতে হইবে নিম্নমুখী’

তবেই পূণ‍্য তবেই সিদ্ধি-লাভ তবেই আহার..

অত‌এব পাঠক এইসব বিবেচনা ও সিদ্ধান্ত অবশ্য-পাঠ‍্য জানবেন
নিজে পাঠ করবেন অপরকে করাবেন
এবং
অক্ষরে অক্ষরে মেনে চলবেন-

এইসব সব এক‌গুচ্ছ মেট্রোপলিটনীয় সিদ্ধান্ত

১৯.০৭.২০১৭; উত্তরা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.