![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
আরও একটি ফুল দূর থেকে- থেকে থেকে
চোখ মেলে অন্তর্জালে
কাছে গিয়ে দেখি
কোনো দোষ নেই
মাটির পাহাড় তার- নদী আছে স্রোত নেই
আমি তাকে বলি
নুড়ি ও পাথরে খোদাই একটি নদের বহতার কথা
একটি উদগ্রীব বৃক্ষের কথা
আমি তাকে পাখি ও ডানার রৌদ্রে
পোড়া ঘ্রাণের কথা বলি
বলি না যে ভালোবাসি
তারপর রাত্রি গভীর হলে কিছু একটা হয় পাহাড় পেরিয়ে
আর যখন ভোর হয়
আমার ঝাপসা চোখে- বৃষ্টিতে- জলে
আমি দেখতে পাই সুগভীর উপত্যকায় পরিণত ঢল
নেমেছে
সেখানে পাপের খরস্রোত জাগে
২০.০৭.২০১৭; উত্তরা
©somewhere in net ltd.