![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
অথচ তার কোনো দোষ ছিল না
অন্য একটি ফুলের ভার শরীরে বয়ে যাচ্ছিলো
সৌন্দর্যের মৌলিক দ্যুতিকে ছাড়িয়ে
পার্থিব স্বার্থ সংশ্লিষ্ট
নির্মমতায়
তাকে তোমরা ভুল বলেছ
তাকে তোমরা মিথ্যে বলেছ
অন্ততঃ তার চোখ দুটো ছুঁয়ে আমি তা-ই দেখতে পাচ্ছি
তার কোনো দোষ ছিল না
তাকে তোমরা ফুঁসলিয়েছ স্বপ্নচূড়ার কথা ব’লে
তাকে তোমরা ভুলিয়েছ প্রণয়ের কথা ব’লে
একবার নয়
দু'বার না
বহুবার
যুগের পর যুগ
শতাব্দীর পর শতাব্দী অতিক্রান্ত হয়েছে
আর তাকে মিথ্যে বলে গেছি আমরা সবাই যে যার মতো
বলেছি ভালোবাসি
কিন্তু
প্রয়োজন ফুরোলেই উঠে দাঁড়িয়ে গেছি পেছন ফিরে
আর তার মনের ভেতর রক্তক্ষরণের মধ্য দিয়ে
তার শরীরে প্রত্যেকটিবার বয়ে গেছে
এক-একটি ফুলের পর্যুদস্ত ভার
তাকে তোমরা মিথ্যে বলেছ
তাকে আমরা মিথ্যে বলেছি
তাকে আমরা মিথ্যে বলি-
মিথ্যে
২২.০৭.২০১৭; উত্তরা
©somewhere in net ltd.