![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
রোজ রাতে
ঘুমানোর আগে
একটা পোকার দিকে তাকিয়ে অজান্তে আমার গা শিউরে
ওঠে
কেন যেন ঘেন্নায় ও ক্রোধে মনের আকৃতি বিকৃত হয়
-আমি তলিয়ে দেখি না
অথচ সিদ্দিকুরকে টিয়ারশেল-এ অবলীলায় অন্ধ ক’রে দিল যে
পুলিশ সদস্যটি
তাকে আমি সন্তুষ্ট করতে যাই উৎকোচ-এ
একটু কথা বলে একটা সিগারেট ধরিয়ে সখ্যতা গড়ার
কী সুন্দর প্রচেষ্টা আমার
দিনের পর দিন রাস্তায় পড়ে থাকা বাবার করুণ মৃত্যুর পর
যে ছেলেটা একটা ফোন কলের উত্তরে
কেবল
বেওয়ারিশ লাশের মতো
আঞ্জুমান-এ-মুফিদুল-ইসলামে দিয়ে দিতে বলে
তাকে আমি স্যার বলে সম্বোধন করি-
দেখা হলে মাথা নিচু করে সালাম জানাই(আকণ্ঠ ভক্তিতে)
আমি তলিয়ে দেখি না যে-
প্রত্যেকটি ভোর আমার মুখের ভেতর দুর্গন্ধে জেগে ওঠে
যা-কী-না দূর করতে গিয়ে
আয়নায়
কিছুক্ষণের জন্য হলেও স্থবির হই আমি
সেই সাথে প্রশ্ন-বিন্দুগুলি আমার বিষ্ময়-বিন্দুগুলি
নিক্ষেপ করি
ওপাশেই আমার নিহিত চোখের দিকে
কে আমি
কে এই আমি
হ্যান্ডশেক করছি- চায়ের কাপে আড্ডায় ঝড় তুলছি-
মাল খাচ্ছি- প্রতিনিয়ত বিড়ি ফুঁকছি- ঘুরে বেড়াচ্ছি
ঘুষখোর-এর সাথে
ধর্ষকের সাথে
খুনিদের সাথে
কিন্তু কোনও-ই বিকার নেই আমার
শুধু রাত নামলে
ঘুমের ঘোরে
একটা পোকার দিকে তাকিয়ে অজান্তেই গা শিউরে ওঠে
২৫.০৭.২০১৭; উত্তরা
©somewhere in net ltd.