![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
এই শহরে
পানির নিচে রাস্তা ভালো
সেই রাস্তায় এখন সব উঠতি বয়সেরা ডোবে
অথচ দ্যাখো
আমি কিছু লিখতে গিয়ে
পড়েছি এমন যে মেঘ-বৃষ্টির ক্ষোভে..
এ মনে যা-ই ছাপো না কেনো- যেন সব- সমস্তই-
তলিয়ে যাবে
তলে
এবং অতলে
২৬.০৭.২০১৭; উত্তরা
©somewhere in net ltd.