![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
কে একজন ওপার থেকে আওয়াজ দিলো আর আমি
দাঁড়িয়ে গেলাম বেদনার ভেতর
আত্ম-ক্ষরণের মুখে যন্ত্রণার সম্ভাব্য স্খলনের ভেতর
যেন
একটা ব্যাখ্যার খোঁজে আমাকে রাস্তায় উঠতে হবে এখন-
যেন আমার পা আর-একটি পায়ের দিকে এগিয়ে যাচ্ছে
আর আমার চোখ
চোখের দিকেই ঝুঁকে
দেখতে চেষ্টা করছে একটি আওয়াজ ও আমার
ক্ষরিত মুখচ্ছবি-
নয়তো
আমার অক্ষরগুলো
উবু-হয়ে-আসা দৃষ্টির লজ্জায় এবং আঁধারীতে
এক-এর পর এক খসে পড়ছে ভ্রান্তের মতো বিভ্রান্তের মতো
তবে কি সেই ভাঙন মুখরিত শব্দের পাহাড় পেরিয়ে চ’লে
আসবো আমি
দিকবিদিক শূন্য করে সৌন্দর্যের আশ্চর্য হুল্লোড়ে..
একটি উদগ্রীব নদীর সমর্পিত মোহনায়
ওপার থেকে প্রেরিত তোমার ডাক আমাকে অন্ধ ক’রে দেয়
২৯.০৭.২০১৭; উত্তরা
©somewhere in net ltd.