![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
১০.
একটু আগেই বৃষ্টির ভেতর দিয়ে এগিয়ে এসছে এই পথ
ভেজা শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে আছে
বুনো গন্ধটাও
আমি বললাম কোথায় যাও-
কোথাও কি যাবার আছে আরও
আমার ঝাপসা দৃষ্টি তার শিরদাঁড়ায় ঠান্ডা শিহরণ বসায়
সে থমকে যায়
টায়ার এবং পিচের আকস্মিক বোঝাপড়ায়
একটুখানি বিজ্ঞান আজ অমানুষ হয়ে উঠতে পারে এইটুকু
লিখে
আমি তাকে শুঁকি
তার শরীরের গঠন আর তার ঘ্রাণের মতোই মাদকলতা
আমাকে পেঁচিয়ে ধরে
আমি ডুবি এবং ডুবতে থাকি
তারপর একসময় সমস্ত জল শুষে নেয়া শেষ হ’লে
আমার পর্যুদস্ত পৌরুষ
প’ড়ে থাকে
জলেরই পাতালে
০৩.০৯.২০১৭; বৈলর
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২২
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ সুমন দা। আমি ভালো আছি। আপনি?
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩১
সুমন কর বলেছেন: এইতো, চলে যাচ্ছে...
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৪
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা।
কথা ছাড়াও, কবিতার কাঠামো এবং গঠনশৈলী আমাকে আকৃষ্ট করেছে।
কবিতায় ভাল লাগা + +
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০
ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ আহসান ভাই। আপনার প্রশংসা সুলভ মন্তব্য আমার আগামী লিখার প্রেরণা হয়ে রইল।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭
খায়রুল আহসান বলেছেন: সামু ব্লগে আমার দুই বছর পূর্তি উপলক্ষে গতকাল একটা পোস্ট দিয়েছি। আশাকরি, একবার সময় করে দেখে যাবেন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৬
ঋতো আহমেদ বলেছেন: নিশ্চয়ই
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার কবিতা আমার ভীষণ প্রিয়.... এই কবিতাটি সেই ভাল লাগা আরো বাড়িয়ে দিল.....
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আজ সকাল থেকে মন বিক্ষিপ্ত ছিল। আপনার এই মন্তব্য প্রশান্তি এনে দিল। শুভ কামনা ভাই
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। কেমন আছেন?