![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
একটি উদগ্রীব ক্ষণিক
আমার দিকে হাত বাড়ালো আর আমি
আকাশের দিকে তাকিয়ে
বৃষ্টি ও বৃহস্পতির
মুহুর্মুহু আক্রমনের নেপথ্যে নিজেকে নামাই
জলে
যে জলের কোনো ধারা নেই
ধরনও নেই- অন্তত আমার জানা নেই তার শরীরে
সাঁতরে কোথাও যাবার কোনো পথ
একটি উদগ্রীব ক্ষণিক
হেসে
বললো এসো- ভয় নেই- ভাঙবে না কিছু
কোথাও না-গিয়ে এখানেও থেকো- এইখানে- এইটুকু
প্রণয়ে
তারপর ফিরে যেও পথে
যেখানে যখন যেমন
৩০.০৯.২০১৭; উত্তরা
০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৭
ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
২| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার ভাবনার প্রকাশ..
১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৯
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ
৩| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩১
উম্মে সায়মা বলেছেন: অনেক ভালো লাগলো ঋতো ভাই।++
[অ.ট.- আপনাকে এখনো সেইফ করেনি তাইনা? কাল্পনিক ভালোবাসা একটা পোস্ট দিয়েছেন। সেখানে আপনার ব্লগের লিংকটা দিয়ে দেখতে পারেন। নির্বাচিত পাতায় আছে]
ভালো আছেন আশা করি.....
১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৮
ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ সায়মা। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৩
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: একটি উদগ্রীব পথিক ক্ষণিক হেসে
সবুজ শ্যামলের ছায়ায় আলোর ঝলক পানে
এগিয়ে যায়।
বুঝে নেয় এখানেই সুখ, এখানেই শান্তি -
থাকবার স্থল আর স্বস্তি।