![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
আমি যখন নিমগ্ন হই
তখন একটি নদ কোথাও বাঁধ ভাঙার হুংকার ছাড়ে
আমি যখন নিমগ্ন হই
তখন তোমার অথৈ আদর
সমস্ত দরোজা ভেদ ক’রে ঢুকে পড়ে আমার চার দেয়ালের
ছোট্ট ঘরে
আমি হাত বাড়াই
হাতের মুঠোয় আমার উঠে আসে হরপ্পার চাঁদ
আমি চোখ ফেরাই
আর সেই চাঁদনী রাতে কী এক ঘোর সামলাতে সামলাতে
শুনতে পাই
ভাঙার শব্দ- শুনতে পাই গ্রহনের কাল এবং উত্তীর্ণ আওয়াজ
আমি তখন আবারও নিমগ্ন হই
একটি প্রাচীন ঘূর্ণির অসভ্য মানচিত্রে একের পর এক
রোপণ করি ইউক্যালিপটাস
এইভাবে-
আমার ছোট্ট ঘর ও তোমার উত্তাল ঢেউ আর ওই নিমগ্ন চাঁদ
একসময় পৌঁছোয়
সভ্য পৃথিবীর প্রাণের প্রথম প্রাতে
০৩.১০.২০১৭; উত্তরা
১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০২
ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ভালো লাগা আমার প্রেরণা
২| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার কবি! পড়ে খুব ভাল লাগল!
১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৩
ঋতো আহমেদ বলেছেন: ভালো লাগলো জেনে ভালো লাগছে। শুভ কামনা।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর। পড়ে ভালো লাগলো।
১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৭
ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৪
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১১
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ দাদা। ভালো থাকবেন
৫| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৯
আরাফআহনাফ বলেছেন: "এইভাবে-
আমার ছোট্ট ঘর ও তোমার উত্তাল ঢেউ আর ওই নিমগ্ন চাঁদ
একসময় পৌঁছোয়
সভ্য পৃথিবীর প্রাণের প্রথম প্রাতে" - সুন্দর বলেছেন।
+++
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৭
ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ করে মন্তব্য করেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: হরপ্পার চাঁদ
কবিতার নামটি দারুণ।
কবিতাটিও এক প্রকার ভাল লেগেছে।