![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
অজ্ঞাত সংখ্যক সদস্য নিয়ে গঠিত তদন্ত কমিটির
প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে
এদেশের এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির পেছনে কে দাঁড়িয়ে আছেন শেষ পর্যন্ত
কার পৈশাচিক হাত সৃষ্টি করেছে এই প্লাবন
আপনারা অবাক হবেন জেনে যে তিনি এমনও হতে পারেন- হেন তাঁর রূপ
তিনি ঈশ্বর
তিনি প্রকৃতি তিনি জলবায়ু
আরও জানা যাচ্ছে যে তিনি একা নন
তাঁর সহযোগী হিসেবে আছেন ইঁদুর সম্প্রদায়
এবং সেইসব গো-মূর্খ কৃষকের বাচ্চা কৃষকেরা
যারা বাঁধ কেটে প্রতিটি যমুনায় ভাসিয়েছে প্রমোদ-তরী
ব্রাভো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড
ব্রাভো পানি-সম্পদ মন্ত্রী
অন্তরের অন্তঃস্থল থেকে প্লাবিত জনপদ থেকে জলের পাতাল থেকে
অভিনন্দন আপনাকে
এমন প্রতিবেদন পেয়ে আমরা ধন্য
এবার একটু আয়েশ করে এক কাপ উষ্ণ ও নরম ওম খাই
আর ব্যালকনিতে বসে উপভোগ করি জলের অঝোর ধারা-
“ আজি ঝরো ঝরো মুখরো বাদলও দিনে..”
২০.১০.২০১৭; উত্তরা
২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৫
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ জনাব সৈয়দ আবুল ফারাহ্ । ভালো বলেছেন আপনি। তবে বায়ূ নয় বায়ু হবে। শুভ কামনা।
২| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২১
আখেনাটেন বলেছেন: বাংলাদেশের রাজনীতিতে ইঁদুরীয় কথাচালাচালী এই নেতাদের ইঁদুরজাত কূটনামী।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১১
ঋতো আহমেদ বলেছেন: বেশ বলেছেন আপনি। ধন্যবাদ
৩| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৬
শামচুল হক বলেছেন: এবার একটু আয়েশ করে এক কাপ উষ্ণ ও নরম ওম খাই
আর ব্যালকনিতে বসে উপভোগ করি জলের অঝোর ধারা-
দারুণ কথামালা
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৮
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে জনাব শামসুল হক। ভালো থাকবেন
৪| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৬
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার লিখেছেন!
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২০
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।
৫| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৫
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৪
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ দাদা।
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
মোক্ষম স্যাটায়ার! আবার পাঠ করে তৃপ্তি নিয়ে ফিরে গেলাম!
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫১
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: জল আর বায়ূ নিয়ে হ্য় জলবায়ূ।
সূর্যের তাপ, বাতাসের চাপ, জলের স্রোত
বন-বনাঞ্চাল, জন-জনসংখ্যা, শিল্প-শিল্পাঞ্চল, জল-জলরাশি
এসবের প্রভাব জল আর বায়ূতে মিশে জলবায়ূ।