![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
বুকের ছাতির ঠিক নিচেই কোথাও যুদ্ধ ঘটে যাচ্ছে আজ
হয়তোবা ফেরার পথে নাম ধরে ডেকেছিল কেউ
তারপর থেকে
যুদ্ধ ঘোষণা হয়েছে বুকের ভেতরে আবার
বিগ্রহে বিগ্রহে ব্যাথার বিধুর ছাপে
দেয়ালে ও পিঠে
মহাকাল ব্যাপী হেলে আছে যেই রাত
কেউ কি সত্যিই ডেকেছিল তাকে
বুকের ছাতির ঠিক নিচেই-
কবেকার বৃষ্টির জলে কবেকার আকস্মিক ভুলে
সহস্র বছরের পর ফিরে এলো
কবেকার অনুনাদ কবিতার স্নান ফিরে এলো দেয়ালে আমার
বুকের ছাতির ঠিক নিচে- কোথাও শুয়ে থাকা পথ- ফিরে এলে
কেউ বুঝি নাম ধরে ডাকে
আমার
১৮.১০.২০১৭; উত্তরা
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৯
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ কবি হাফেজ আহমেদ। আপনার জন্যও শুভ কামনা রইল
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১১
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো। শুভকামনা সতত !