নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

On T

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

S. Khan: Hi On T. কি করছ?
Onty: Hello bro..it's onty. O N T Y. অন্টি আমার নাম .. understand? ?

Profile এ নামের পাশে ছোট্ট একটা girl symbol ছিল। ওইটাই actually আমার দৃষ্টি আকর্ষণ করে। কৌতূহল বশত knock দিই। কারণ নামের পাশে ওরকম symbol দিতে কাওকে দেখিনি। প্রথম দিকে কোনো response ছিল না। তারপর হঠাৎই Hello bro.. ।

যেমন ভেবেছিলাম তেমনই। ছোট মেয়ে। ছোট মানে অত ছোট না। HSC exam দিবে। preparation চলছে তখন। পড়াশোনার ফাঁকে মাঝে মাঝে online এ chatting এ আসতো। আর ভীষণ অবাক হতো আমার অজ্ঞতায়। কেননা আর মাত্র এক সপ্তাহ পর HSC exam start হবে আর আমি তার কিছুই জানি না! আমি বলতাম আমি আদার ব্যাপারী; সারাদিন office করে রাতে বাসায় গিয়ে ঘুমাই; এছাড়া কাজের মধ্যে করি তোমার সাথে chat; আমি কি করে জানবো জাহাজের .. i mean HSCর খবর।

বরিশালের মেয়ে অন্টি। দু ভাই আর ও। বড় ভাই ঢাকায় একটা college এ পড়ে। আর ছোট টা class 7. .।
অন্টির upload করা pics গুলো হতো অদ্ভুত। কোনও ছবিতে শুধু চোখ, কোনও ছবিতে চুল, আবার কোনও ছবিতে অনেক গুলো পা বা হাত। প্রতিবার আমি ঠিক ঠিক বলে দিতাম কোনটা ও। আর ও অবাক হতো। complete কোনও picture upload দিত না যেখানে ওর face স্পষ্ট দেখা যায়। অবশ্য অনেক request এর পর একটা ছবি আমাকে inbox করে তাও আবার শর্ত ছিল দেখা শেষে delete করতে হবে। ছিপছিপে লম্বা। অনেক beautiful দেখতে।

Boyfriend আছে কিনা জানতে চাইলে বলেছিল love ব্যাপারটা তার life এর dictionary তে নাই। ভেবেছিলাম হয়তো কেউ cheat করেছে তাই এমন বলতেছে।
প্রতিদিন আমাদের chat হতো। কিন্তু একবার হঠাৎ টানা পাঁচ দিন কোনও খবর নেই। অস্থির হয়ে msg দিলাম
- hlw Off T জি On হবা কবে?
Reply আসল
- আমার জন্য দোয়া করো bro.. আমি অনেক sick
- কি হইছে তোমার?
- আমার heart এ problem আছে
- বল কী !! কীভাবে !? তুমি তো অনেক ছোট। এই বয়সে heart এর problem ? কেমনে কি !!
- হুম। ছোট বেলা থেকেই। ঈদের পর vellore যাব ডাক্তার দেখাতে। regular checkup. সেখান থেকে আজমীর
- শুনেছি আজমীর শরীফ এ গিয়ে মানত করলে কবুল হয়। তুমি এ আর রহমানের story টা জানো?

অন্টির heart এর অসুখের কথা জেনে অনেক আগের আমার ছোটবেলার এক আপুর কথা মনে পড়ে গেল। পাপড়ি আপু। আমার এক friend এর বড় বোন। আমাকে অনেক আদর করতেন। ওনারও heart-এ problem ছিল। বিয়ের ছ’মাসের মাথায় উনি মারা যান। অদ্ভুত ব্যাপার হলো পাপড়ি আপুদের দেশের বাড়িও ছিল বরিশাল।

যাই হোক, আমার মনটা খুব খারাপ হয়ে গেল। ছোট বেলার বড় বোন আর বড় বেলার ছোট বোন দুজনেরই heart এর অসুখ। একজন তো চলে গেছেন অনেক বছর আগে। এখন এই ছোট বোনটিকেও একই কারণে হারাতে হবে এমনটা ভেবে ভীষণ মন খারাপ হয়ে ছিল।

Chatting এ অনেক কথা বলতো ও। বলেছিল ওর school এর সামনে বরিশালের সেরা ফুচকা পাওয়া যায়। মামুন ভাইয়ের ফুচকা। যদি কখনও বরিশালে যাই যেন miss না করি। আমাকে vellore এর language শিখিয়েছিল (যতটুকু সে জানতো)।

একবার সে লিখেছিল ওর পা মচকে গেছে। ও খুব cockroach ভয় পেত। এক flying cockroach এর ভয়ে লাফ দিতে গিয়ে বিছানা থেকে পড়ে পা মচকে যায়। তখন আমি কিছু tips দিয়েছিলাম how to take care myself from a cockroach attack. কারণ আমিও cockroach ভয় পাই।

আজ কয়েক মাস হয়ে গেল ওর account টা inactive. কোনও response আসে না। শেষ খবর ছিল indian visa-র জন্য try করতেছে। একবার refuse হয়েছে। 2nd time try করবে।

জানি না ও কোথায় আছে আজ.. কেমন আছে। তবে যেখানেই থাকুক dear sis যেন ভালো থাকে.. সুস্থ থাকে। হয়তো কোনও একদিন আবার হঠাৎই reply দেবে

Hello bro. . It's me..Onty.. not On T.. ok(?)

(ঢাকা, ২৯.১১.২০১৫)

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

নূর-ই-হাফসা বলেছেন: শুধু বাংলায় আর না হলে ইংরেজি তে লেখা ভালো ।না হলে পড়ায় বিরক্তি আসে । ছোট আপু ফিরে আসুক । শুভকামনা রইলো ।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২২

ঋতো আহমেদ বলেছেন: বিরক্ত হয়েও কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনাকে নূর-ই-হাফসা। এটি দু'বছর আগের একটা নিরীক্ষা ছিল। ভেবেছিলাম ইংরেজি শব্দ যেমন অবলীলায় প্রাত‍্যহিক জীবনে‌ ব‍্যবহার করছি, যদি লিখায় ওগুলোকে সরাসরি ইংরেজি অক্ষরে লিখি তাহলে কেমন হয়।

যাই হোক, আপনার স্পষ্ট মতামতের জন্য কৃতজ্ঞতা জানবেন। শুভ কামনা।

২| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা রেখেগেলাম

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৪

ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ বাবু। ভালো থাকবেন

৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১১

নির্বাক শাওন বলেছেন: আমারও খুব কাছের একজন মানুষের হার্ট এ সমস্যা আছে। মজার এবং সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, সেও এই বছরই এইচএসসি দিয়েছে।

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৭

ঋতো আহমেদ বলেছেন: গল্প টি দু'বছর আগে লিখা ভাই। কামনা করছি আপনার কাছের মানুষটি সুস্থ হয়ে উঠুক।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:২১

ফেরদৌসা রুহী বলেছেন: ইংলিশ বাংলা মিলিয়ে লেখা পড়তে ভালো লাগেনা। তাও পড়লাম।

সিস কি আর নক করেনি আপনাকে?

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

ঋতো আহমেদ বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনাকে রুহী। internet apps এ Chatting গুলো বাংলিশ‌ই হয় সাধারণত। ওই ব্যাপারটা লিখায় আনতে চেয়েছি।

না ভাই, ওর সাথে আর যোগাযোগ হয়নি। দোয়া করবেন যেন ভালো থাকে।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: বাংলিশে না লিখে কেবল বাংলায় কিংবা কেবল ইংরেজিতে লিখলে ভালো হত!!:)

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৯

ঋতো আহমেদ বলেছেন: মতামতের জন্য অনেক ধন্যবাদ বিলি ভাই।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: লেখাটা পড়েই মেয়েটার জন্য মায়া জন্মালো।

আহারে, মেয়েটা ভাল হয়ে যাক। আবার আপনার সাথে যোগাযোগ হোক।

কিছু কিছু গল্প কেন যে মাঝ পথে থেমে যায় ?

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

ঋতো আহমেদ বলেছেন: পড়েছেন জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ মোঃ মাইদুল সরকার। ভালো থাকবেন।

৭| ১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬

খায়রুল আহসান বলেছেন: গল্পটা স্পর্শ করে গেল!
গল্পের নায়িকা এবং লেখক, উভয়ের জন্য শুভকামনা রেখে গেলাম।
গল্পে ভাল লাগা + +

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই। দোয়া করবেন যেন ও ভালো থাকে এবং সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

অনিক_আহমেদ বলেছেন: পোস্টে বাংলা ইংরেজি সমপরিমাণে দ্রবীভূত আছে। যাই হোক ছোট sis এর কথা পড়ে মন খারাপ হয়ে গেল।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৮

ঋতো আহমেদ বলেছেন: ঠিক বলেছেন ভাই। বাংলা আর ইংরেজি মিলে যে তরল দ্রবণ তৈরি হয়েছে সেটা পড়েছেন জেনে ভালো লাগলো। Sis এর জন্য দোয়া করবেন। শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.