নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

গুম

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৭

(একটি সহজ ও নিম্ন মানের অকবিতা)

জানা গেছে
গুম শুধু এদেশেই নয়
বৃটেন আমেরিকা সহ পৃথিবীর অন‍্য অনেক দেশেই হয়

আসলে গুম শব্দটি আন্তর্জাতিক স্তরের
এটি একটি অতি উচ্চমাত্রার মানসম্পন্ন অর্থবহ শব্দ..(যাহা
অতীব গুরুত্বপূর্ণ)

অত‌এব গুম নিয়ে ঘুম দেয়ার কোনো সুযোগ নেই মাননীয়
স্বরাষ্ট্রমন্ত্রী
আপনি জাগুন
আসন্ন অধিবেশনে উত্থাপন করুন-
আমরা চাই
‘গুম: দমনের একটি বৈধ পদ্ধতি’ হিসেবে স্বীকৃতি পাক
সর্বসম্মতিক্রমে ‘হাঁ’-কে জয়যুক্ত করুন আপনারা-
কেননা

আমরা সবাই গুম-কে চাই
আমরা সবাই গুম হতে চাই

বৈধ গুম

২৪.১১.২০১৭; উত্তরা

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৯

সুমন কর বলেছেন: প্রস্তাব মন্দ নয় !!

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

ঋতো আহমেদ বলেছেন: এখন পাস হলেই হয়

২| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৯

আমি তনুর ভাই বলেছেন: পএিকাটা খুললেই একটা না একটা গুম আছেই এই ১৭ তে। শুনছি ৭১ সালেও নাকি পাকিরা গুম খমতা খাটাইতো।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১০

ঋতো আহমেদ বলেছেন: ৭১ থেকে ১৭.. গুম একটি শিল্প .. একটি সভ‍্যতা.. একটি সংস্কৃতি

৩| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:২৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আইনশৃঙ্খলাবাহিনীকে সীমার অতিরিক্ত ক্ষমতা দিলে তারা এর অপব্যবহার শুরু করে এবং যার পরিণতিতে শুরু হয় গুম, চাঁদাবাজি, ক্রস ফায়ারের মতো অপকর্ম | ফ্রাঙ্কেস্টাইন তৈরী করা কখনোই ভালো নয় | একদিন এই দানব তার মনিবকেও আক্রমণ করতে ছাড়ে না |

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

ঋতো আহমেদ বলেছেন: ফ্রাঙ্কেনস্টাইন! বেশ বলেছেন স্বামী জি।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

মনিরা সুলতানা বলেছেন: হায় গুম হায় হায় !!!

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৬

ঋতো আহমেদ বলেছেন: আয় গুম আয় আয় !!! B-)

৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

খায়রুল আহসান বলেছেন: অভিনব প্রস্তাবনা, তবে কবিতার গুণে ভাল লেগেছে।
ফ্রাঙ্কেস্টাইন তৈরী করা কখনোই ভালো নয় | একদিন এই দানব তার মনিবকেও আক্রমণ করতে ছাড়ে না - স্বামী বিশুদ্ধানন্দ যথার্থ বলেছেন কথাটা।
কবিতায় ভাল লাগা + +

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১১

ঋতো আহমেদ বলেছেন: ঠিক বলেছেন। ফ্রাংকেস্টাইন তৈরি হ‌ওয়া কাম‍্য নয়। কবিতা ভালো লাগায় প্রীত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.