নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাবাসন

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৭

আমি কথা বলেছি আমার ভিটেমাটির সাথে
আমি কথা বলেছি আমার ফসলি প্রেমের সাথে

যেখানে রোপণ করে এসছি ভরসা ও গান

আমি কথা বলেছি আমার ক্ষেতের সাথে আইলের সাথে
কথা বলেছি আমি-
যে-কী-না দিনের আলো বা রাতের অন্ধকারে স্বপ্নদের আগলে রাখছিল
কথা বলেছি নিরুদ্দেশের আগে ন্যাড়া যে পথটি বেছে নিয়েছিলাম
সঙ্গমে
গুল্মে ও লতায়
আমি যার মৌন ছায়ায় আহ্বান করেছিলাম আমাকেই-
কথা বলেছি এবড়োথেবড়ো জীবনের পাশে
দাঁড়িয়ে থাকা পাহাড়ের
কান্নার সাথে

আমাকে তোমরা কোন প্রত্যাবাসন দেবে আজ

(ওরা কেউ ওখানে নেই আর আগের মতোন)

আমার মৃত্যুর পর প্রিয়তম বুকের মধ্যে রোপিত হয়েছে বিস্ফোরক
ভরসা ও গানের বদলে গান পাউডারের ধোঁয়ায় ধূসর হয়েছে আকাশ
স্বপ্নদের বলাৎকারের আর্ত চিৎকারে ভারী হয়েছে বাতাস

আমাকে আজ কোন প্রত্যাবাসন দেবে বলো

পোড়ানো ঘর ও পাহাড়ে এখনও ব‌ইছে হায়েনার উৎকট গন্ধ ও দৃষ্টি
আমি কোন আবাসে যাবো
আমার মৃত্যুর পর আবার- আমাকে আর কোন ঘর বাঁধতে বোলছো

আমি কি ভুলে গেছি শতাব্দীর সবচেয়ে ঘৃণ্য মানুষ-জন্মের পাপ
তোমরা আমাকে দেখিয়েছ এইখানে এই পৃথিবীতেই

২৭.১১.২০১৭; উত্তরা

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২০

আখেনাটেন বলেছেন: সভ্যতার উন্নতির সাথে সাথে ধ্বংসের মাত্রার তীব্রতা দেখে মানুষ হয়ে জন্ম নেওয়াটা কিছু কিছু ক্ষেত্র-পরিবেশ-প্রতিবেশে পাপ বলেই মনে হবে।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

ঋতো আহমেদ বলেছেন: যথার্থ বলেছেন আপনি।

২| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৩

ওমেরা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫২

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ওমেরা। কবিতা পাঠ ও মন্তব্যে‌ ভালো লাগা রইল।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

বিলিয়ার রহমান বলেছেন: থিমটা স্ট্রং!!


তবে লেখার মানটা আমার কাছে এভারেজ মনে হয়েছে( এটা আমার মনে হওয়ার দোষও হতে পারে(!!:)


আপনি এর চেয়ে অনেক ভালো লেখেন!!:)

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

ঋতো আহমেদ বলেছেন: আপনার মনে হ‌ওয়ার দোষটার সাথে আমিও একমত। এরকম সৎ মন্তব্য‌ই কাম‍্য। ধন্যবাদ বিলি ভাই।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২২

করুণাধারা বলেছেন: বিদায় ছিল না, সমাপ্তিও না এই কবিতাটা পড়ার পর অন্য কবিতা পড়তে গেলেই এটা মনে পড়ে। এটা কি প্রথম পাতায় ছিল? আরেকবার পোস্ট দিন না!
অতটা না হলেও, এই কবিতাও ভাল লাগল।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৮

ঋতো আহমেদ বলেছেন: বলেন কী ! মনে রেখেছেন ওটা ! হুম, সামুতে প্রথম দিকে পোস্ট করেছিলাম।
ঠিক আছে রিপোস্ট দিচ্ছি। আর
এই কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ জানবেন। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.