![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
আজকাল মাঝেমধ্যেই বুকের ভেতর উত্তাল হয়ে উঠছে এক আকাশগঙ্গা
যেখানে প্রবাহিত হচ্ছে পাপ
অন্ধকার-
রাতের মতোই নিকষ কালো যার ঘূর্ণি
তবে কি নাম ধরে চিৎকার করে ডাকবো এবার.. অ-গ্-নি-ও-আ-মা-র-অ-গ্-নি..
তুমি কি শুনতে পাবে
তুমি কি দেখতে পাবে
এই অন্ধ চাওয়ার হৃদয়/ধমনী
০২.১২.২০১৭; উত্তরা
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪২
ঋতো আহমেদ বলেছেন: শুকরিয়া জনাব।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:২০
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: লাইক দিলুম।ভাল লেগেছে কবিতা।
ভাল থাকুন কবি নিরন্তর।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯
ঋতো আহমেদ বলেছেন: লাইকে প্রীত হলুদ ভাই। শুভ কামনা
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৮
ওমেরা বলেছেন: ডেকে দেখতে পারেন শুনলে জবাব দিবে তো অবশ্যই ।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭
ঋতো আহমেদ বলেছেন: সবাই কি আপনার মতো ভালো ! রেসপন্সিভ ! কেউ কেউ আছে শুনেও শুনে না, দেখেও দেখে না।
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩২
খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় সুন্দর, পরিপূর্ণ কবিতা। আকাশগঙ্গা নামটা ভাল লেগেছে।
১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৫
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ আহসান ভাই।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০০
জাহিদ অনিক বলেছেন:
মহাজাগতিক প্রেম !
শুভেচ্ছা রইলো ইঞ্জিনিয়ার সাহেব।