| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঋতো আহমেদ
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
আমি কিছু গোল আকরের মধ্যে
কয়েক বিন্দু হরিৎ রাখি
আর তাকাই
পৃথিবীর প্রাচীন ওই চোখের দিকে-
দেখতে পাই নিশ্চিত রাত্রি
যখন গম্ভীর হয়
একটি উদগ্রীব ফুলের মধ্যে গমন ও আ-গমনের পর
বিচ্ছুরণের উত্তর মূহুর্তে
একটি হাত
আমার অন্তরাত্মার দিকে বাড়ানো
তারপর সেই রাত ও হাত আমার দুই হাঁটুর উপর ভর করে
আমি বুঝতে পারি
বৃক্ষের বেড়ে ওঠার বেদনা
অলক্ষ্য
নিভৃত
ও
সুন্দর
০৬.১২.২০১৭; উত্তরা
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৪
ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ নূর ভাই
২|
০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৬
আমি স্বর্নলতা বলেছেন: কবিতার গভীরতা মন ছুয়ে গেছে।
একরাশ ভালোলাগা কবিতায়।
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৭
ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন
৩|
০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৮
সাইন বোর্ড বলেছেন: অাপনার কবিতা লেখার হাত বেশ ভাল ।
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৬
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ সাইন বোর্ড
৪|
০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪২
কথাকথিকেথিকথন বলেছেন:
ভাবনার ভিন্নতা ভাল লেগেছে ।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২
ঋতো আহমেদ বলেছেন: আপনার ভালোলাগা আমার প্রেরণা। ধন্যবাদ
৫|
০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫
জাহিদ অনিক বলেছেন:
চির হরিত কাব্য!
ভালো লাগলো ঋতো আহমেদ।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৪
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ অনিক।
৬|
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ভালো লাগলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৭
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ জেবা। ভালো থাকবেন।
৭|
০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৩
খায়রুল আহসান বলেছেন: বাহ, অত্যন্ত চমৎকার একটি কবিতা লিখেছেন! ভাবনায় গভীর, প্রকাশে ভিন্নতা, কবিতার শেষেও কিছু রেশ রেখে যাওয়া!
এক শব্দে শেষের চারটে চরণ অতুলনীয়।
কবিতায় ভাল লাগা + +
০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩১
ঋতো আহমেদ বলেছেন: প্রকাশে ভিন্নতা আপনার দৃষ্টি কেড়েছে জেনে ও কবিতায় ভাল লাগা + + এ ভাল লাগলো। শুভকামনা আহসান ভাই।
৮|
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০০
শামচুল হক বলেছেন: কবিতা ভালো লাগল।
২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৮
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ শামসুল হক। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: বেশ।