নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কচুক্ষেত

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

(একটি সহজ ও নিম্নমানের অকবিতা)

মৃত্যুর আগে কী খেতে চাইবো আমি

মনে আছে ৯ বছর পূর্বে আমার শশুড় তখন খুব অসুস্থ হয়ে
গলদা চিংড়ি খেতে চেয়েছিলেন
বড় বড় সুন্দরী বাইম খেতে চেয়েছিলেন
আমরা দিইনি
ডাক্তারের বারণ ছিল

অথচ বাঁচলেন না

আমিও তো মৃত্যুর আগে কিছু একটা খেতে চাইবো নিশ্চয়ই
কিন্তু সেটা কী
ঈশ্বর ভদ্রলোক আমার অদৃষ্টে কী লিখে রেখেছেন
জানতে ইচ্ছে করছে

মাননীয় শিক্ষামন্ত্রী
এ বিষয়ে আপনার শরণাপন্ন হতে চাই
একের পর এক
প্রশ্নপত্র ফাঁসের যে ভয়াবহ ইতিহাস সৃষ্টি করে চলেছে আপনার দল
ভেবে দেখলাম একমাত্র আপনিই পারেন
আমাকে সাহায্য করতে

ফাঁস করে দিন আমার অদৃষ্ট

ফেসবুকে..
হোয়াটসঅ্যাপে..
ভাইবারে..
অথবা চাইলে ইমোতেও দিতে পারেন

উপযুক্ত মূল্য দিতে দ্বিধা করবো না.. আপনি দিন

এ দেশের সাধারণ মানুষগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে
শিক্ষা ব্যবস্থার যে চৌদ্দটা বাজিয়ে যাচ্ছেন আপনারা
সে তুলনায় ..
আমিও না হয় ঈশ্বরকে আজ একটুকরো কচুক্ষেত দেখিয়ে দি

১৬.০২.২০১৮; উত্তরা

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:


অনেক ক্ষোভ আছে নাহিদ সাহেবের অদক্ষতার বিপক্ষে, ভালো। কিছু করার সময় জাতির কথা ভুলবেন না

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৫

ঋতো আহমেদ বলেছেন: ঠিক আছে। মনে রাখবো আপনার উপদেশ। মন্তব্য রাখার জন্য ধন্যবাদ গাজী ভাই।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭

সুমন কর বলেছেন: অর্থবহ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১২

ঋতো আহমেদ বলেছেন: পড়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ দাদা।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৮

করুণাধারা বলেছেন: সাবধান! জানেন না কতগুলো মৌলিক সংখ্যা পাশাপাশি বসে কত ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে!

কবিতায় +

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৮

ঋতো আহমেদ বলেছেন: সে কথা যে ভাবিনি তা নয়। কিন্তু কি জানেন একটু আগে একটা খবর চোখে পড়লো। এস‌এস‌সি'র আরও ৫০টি খাতা খুঁজে পাওয়া গেছে। হা হা হা..

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

কবিতাটি মোটেও নিন্মমানের নয়। সহজ এবং বোধগম্য।
বাস্তব দর্শনের মিশেল।
+++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৩

ঋতো আহমেদ বলেছেন: অনেক দিন পর আপনার মূল্যবান মন্তব্য দেখে ভালো লাগলো বিজনদা । আয়নাবাজি'র আয়নার মতো আপনিও কি মাঝেমধ্যেই নিরুদ্দেশে যান ;)

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৫

উম্মে সায়মা বলেছেন: আপনারটা পেলে বলবেন। আমার আইডি ও দেব :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০০

ঋতো আহমেদ বলেছেন: বলেন কী ! আপনিও কচুক্ষেত দেখাবেন !

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০০

ঋতো আহমেদ বলেছেন: ওয়েলকাম ব্রো..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.