![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
সরীসৃপের মতো বুকে ভর দিয়ে
পুরো একটি শতাব্দী অতিক্রম ক’রে এসছি
এইখানে
একটি উদগ্রীব ফুলের প্রস্ফুটিত পল্লবে
ও আমার চোখ
ও আমার প্রিয়তম চোখের মণি
ফুলের নাম কখনো বেশ্যা হয় না- এই কথা জেনে
বুকের ভেতর শূন্যকে দ্যাখো
আর দেখো
পৃথিবীর দোদুল্যমান মাচায় অদ্ভুত ও সুন্দর ওই ঝিঙে ফুল
আমার পাপ আমার প্রয়াণ
আমাকে পান করতে দাও আকণ্ঠ
এই পল্লবে
সরীসৃপের পীঠেই আজ গজিয়ে উঠুক ডানা
১৩.০৩.২০১৮; উত্তরা
১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৮
ঋতো আহমেদ বলেছেন: হা হা হা...মাঝেমধ্যে গলায় কাঁটা বিঁধলে এই কবিতাটি বারবার পড়বেন; কাঁটা নেমে যাবে।
২| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১২:২২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
"আমার পাপ আমার প্রয়াণ" এর অর্থ কী?
১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১০
ঋতো আহমেদ বলেছেন: সহজ বাংলা অভিধান খুঁজে দেখতে পারেন।
৩| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: কবিতাটা আমার কাছে ভালো লাগেনি।
১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৫
ঋতো আহমেদ বলেছেন: না লাগারই কথা
৪| ২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০১
খায়রুল আহসান বলেছেন: ১ নং প্রতিমন্তব্য প্রসঙ্গেঃ
বাস্তবিকই গত চারদিন ধরে আমার গলায় একটা কাঁটা বিঁঁধে আছে। কিছুতেই যাচ্ছেনা নানারকমের টোটকা-ফোটকা প্রয়োগ করা সত্তেও। এখন আপনার এ কবিতাটাই ভরসা!
জোকস এ্যাপার্ট, কবিতাটা ভাবিয়েছে, তাই ভাল লেগেছে।
শিরোনামটা দেখে প্রথমে ভেবেছিলাম, আমাদের সহব্লগার ভ্রমরের ডানাকে নিয়ে লেখা হবে হয়তো কবিতাটি।
পড়ে বুঝলাম, না তা নয়।
২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:০০
ঋতো আহমেদ বলেছেন: আপনার গলার কাঁটা দ্রুত নেমে যাক এই কামনা করছি। কবিতা পাঠ ও মন্তব্যে ভালো লাগা জানবেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৮ রাত ১২:০১
ওমেরা বলেছেন: কমেন্ট কি করব কবিতা পড়ে কিছু বুঝি । এত কঠিন কবিতা লিখেন কেন ?