নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ভ্রমরের ডানা

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪০

সর‌ীসৃপের মতো বুকে ভর দিয়ে
পুরো একটি শতাব্দী অতিক্রম ক’রে এসছি
এইখানে
একটি উদগ্রীব ফুলের প্রস্ফুটিত পল্লবে

ও আমার চোখ
ও আমার প্রিয়তম চোখের মণি

ফুলের নাম কখনো বেশ‍্য‌া হয় না- এই কথা জেনে
বুকের ভেতর শূন্যকে দ‍্য‌াখো
আর দেখো
পৃথিবীর দোদুল্যমান মাচায় অদ্ভুত ও সুন্দর ওই ঝিঙে ফুল

আমার পাপ আমার প্রয়াণ

আমাকে পান করতে দাও আকণ্ঠ
এই পল্লবে
সরীসৃপের পীঠেই আজ গজিয়ে উঠুক ডানা

১৩.০৩.২০১৮; উত্তরা

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১২:০১

ওমেরা বলেছেন: কমেন্ট কি করব কবিতা পড়ে কিছু বুঝি । এত কঠিন কবিতা লিখেন কেন ?

১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৮

ঋতো আহমেদ বলেছেন: হা হা হা...মাঝেমধ্যে গলায় কাঁটা বিঁধলে এই কবিতাটি বারবার পড়বেন; কাঁটা নেমে যাবে। ;)

২| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১২:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(

"আমার পাপ আমার প্রয়াণ" এর অর্থ কী?:(

১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১০

ঋতো আহমেদ বলেছেন: সহজ বাংলা অভিধান খুঁজে দেখতে পারেন।

৩| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: কবিতাটা আমার কাছে ভালো লাগেনি।

১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৫

ঋতো আহমেদ বলেছেন: না লাগারই কথা

৪| ২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০১

খায়রুল আহসান বলেছেন: ১ নং প্রতিমন্তব্য প্রসঙ্গেঃ
বাস্তবিকই গত চারদিন ধরে আমার গলায় একটা কাঁটা বিঁঁধে আছে। কিছুতেই যাচ্ছেনা নানারকমের টোটকা-ফোটকা প্রয়োগ করা সত্তেও। এখন আপনার এ কবিতাটাই ভরসা! :)
জোকস এ্যাপার্ট, কবিতাটা ভাবিয়েছে, তাই ভাল লেগেছে।
শিরোনামটা দেখে প্রথমে ভেবেছিলাম, আমাদের সহব্লগার ভ্রমরের ডানাকে নিয়ে লেখা হবে হয়তো কবিতাটি। :)
পড়ে বুঝলাম, না তা নয়।

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:০০

ঋতো আহমেদ বলেছেন: আপনার গলার কাঁটা দ্রুত নেমে যাক এই কামনা করছি। কবিতা পাঠ ও মন্তব্যে‌ ভালো লাগা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.