নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

উন্নয়নের গণতন্ত্র ০১

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩০

#
অবশেষে গরিব দেশের বদনাম ঘুচলো আমাদের
আসুন এবার একটু প্রাণ খুলে হাসুন
অযথা হবিগঞ্জ অথবা লক্ষ্মীপুর ধর্ষণ নিয়ে মন খারাপ
করবেন না
ওগুলোও আর দশটা ঘটনার মতোই এক‌একটা রটনা মাত্র
যেমনটা তনু কিংবা রূপা-র ক্ষেত্রে হয়েছে
ভাববেন না-
আমাদের পুলিশ বাহিনী তৎপর আছে
আর যদি প্রয়োজন হয় তো আরো উচ্চ পর্যায়ের
বাহিনীও আছে
আইন-শৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে
তাছাড়া এগুলো তো আর রেইনট্রি-র মতো মুখরোচক ও
কৌতুহল উদ্দীপক‌ও নয়
শুধুই সেন্টিমেন্ট
তারপরও
যদি প্রয়োজন হয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করে দেয়া হবে

আপনারা আসুন এবার একটু আমোদ করুন-

“হাওয়া মে উড়তা যায়ে মেরা লাল দোপাট্টা মল মল..”

২৬.০৩.২০১৮; উত্তরা

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হাসি যে আসে না রে ভাই??:(:(

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৮

ঋতো আহমেদ বলেছেন: চেষ্টা করুন। আসবে।

২| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৭

শাহিন মিশু বলেছেন: আমরা সকলেই আপনার সাথে সহমতের মিছিলে যোগ দিতে চাই...

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৮

ঋতো আহমেদ বলেছেন: চাইতেই পারেন। সেটা আপনার ইচ্ছের স্বাধীনতা

৩| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এই যে আপনি হিন্দি গানের কলি আওড়ানোর সুযোগ পেলেন এটাই বা কম কী? :-B

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৯

ঋতো আহমেদ বলেছেন: হুম সামথিং ডট কম

৪| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
ওরে সবুজ ওরে আমার কাঁচা
আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা

চোখে রঙিন চশমা থাকলে নাকি ভুবন রিঙন লাগে!
দলীয় উন্নয়নে আর লাখ লাখ কোটি টাকা পাচারের উন্নয়ন হয়েছে বটে!!!
মাগো এবার খৈমা দাও!

গরিবের নুন-পান্তা গণতন্ত্রেই যে দুটো কথা কইবার পারি! তাই ফিরায়া দাও!
গুম খুন ক্রশের ভয়ে জাতি বোবা হয়ে গেছৈ! বুক ফেটে যাচ্ছে- নারীর মতো তবু মূখ ফুটছে না!!!!!

এবারের উন্নয়ন হোক বাক স্বাধীনতার উন্নয়ন ;)

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৯

ঋতো আহমেদ বলেছেন: আচ্ছা ভৃগু দাদা আপনি ওভাবে আর কতদিন ট‍্যঙ্কের সামনে দাঁড়িয়ে থাকবেন বলুন তো

৫| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৩

আবু তালেব শেখ বলেছেন: উন্নয়নের জোয়ারের পানিতে জনগন হাবুডুবু খাচ্ছে তাই ছোটখাটো অপরাধ গুলো দেখতে বা বুঝতে পারছেনা।

৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৪

ঋতো আহমেদ বলেছেন: ঠিক বলেছেন। তবে, উন্নয়নের জোয়ারে দেশ ভেসে গেছে অনেক আগেই। এখন সময় উন্নয়নের গণতন্ত্রের।

৬| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৫

জাহিদ অনিক বলেছেন:


আমরা তো সেই কবে থেকে আমুদে জাতি---------
চমৎকার কাব্য

৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৫

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ অনিক। ভালো থাকুন। আমোদে থাকুন।

৭| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫১

আখেনাটেন বলেছেন: লগ আউট করেছিলাম। তারপরেই আপনার এই জিনিস চোখে পড়ল। মনে হল এখানে একটি মন্তব্য ও লাইক দিতে না পারলে আপসোস থেকে যাবে। ফিরে এলুম।

উগ০১ পাশাপাশি উগ০২ উগ০৩ আরো চাই এমন।

যদিও আমার এই কবিতায় ভালোলাগা কিংবা মন্দলাগাতে তনু কিংবা রূপার কোনো ক্ষতি বৃদ্ধি হবে না। শুধু একরাশ ঘৃণা তাদের উদ্দেশ্যে যারা এগুলো দেখেও চোখ বন্ধ রাখে। প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করে না।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:২০

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ। আপনার আফসোস মিলিয়েছেন তাই। ঘটনা গুলো খুবই দুঃখজনক। কিছুক্ষণ আগে সিলেটের এক‌ই রকম একটি ঘটনার কথা ফেবু তে পড়লাম। মাত্র দুই দিন আগের ঘটনা। আশ্চর্য সমাজ আশ্চর্য দেশে বসবাস করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.