![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
#
‘রাস্তা দখল করে ইট ও বালুর ব্যবসা’- এই তো উন্নয়ন-
উন্নয়নের আরও একটি গনতান্ত্রিক ধাপ
এই দেশে
উন্মোচিত হয়েছে
প্রতিটি প্রকল্পের এগিয়ে যাওয়া যার উপর নির্ভর করে
সে হলো ইট
ইট আর বালু ছাড়া কী আর উন্নয়ন হয়
আপনাকে বুঝতে হবে
রাস্তায় নির্বিঘ্নে চলাচলের চাইতে ইট-এর ব্যবসা এখন জরুরী
আমাদের উন্নয়ন চাই
আমাদের ইট চাই আমাদের বালু চাই
ইটং স্মরণং গচ্ছা আমার দেশ বাংলাদেশ
৩০.০৩.২০১৮
©somewhere in net ltd.