![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
#
পশু শব্দটি সন্মানের সাথে উচ্চারণ করুন
কারণ সে পশু
মানুষ নয়
পশু শব্দটি ইজ্জতের সাথে উচ্চারণ করুন
কারণ সে পশু
পুরুষ নয়
পশু শব্দটি সম্ভ্রমের সাথে উচ্চারণ করুন
কারণ সে পশু
পিশাচ নয়
আপনারা শিখুন
আপনারা জানুন
আপনারা জাগুন
নয়তো যে হারামজাদা পশুদের নাম গালি হিসেবে ব্যবহার
করবে
আমি হলফ করে বলছি
আজ থেকে তার গালে আমার জুতো
৩০.০৩.২০১৮
০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৭
ঋতো আহমেদ বলেছেন: হা ভাই, মানুষ আর মানুষ নাই
২| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৩
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দারুন কবিতা। ভাবনাটা ভাবায়।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৮
ঋতো আহমেদ বলেছেন: আপনাকে ভাবিয়েছে জেনে ভালো লাগলো।
৩| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৫
আকিব হাসান জাভেদ বলেছেন: পশুকে সম্মান করুন
কারন সে পশু , সে খিদে লাগলে খায়
পুরুষ খিদে না লাগলে ও খায়।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৯
ঋতো আহমেদ বলেছেন: হুম, তার প্রমাণও রাখছে অহরহ
৪| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৪
খায়রুল আহসান বলেছেন: পশুরাও আজ মানুষের পাশবিকতা দেখে লজ্জা পাচ্ছে।
কবিতা ভাল হয়েছে, ধারালো চাবুক। + +
আকিব হাসান জাভেদ এর মন্তব্যটা (৩ নং) ভাল লেগেছে। +
০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪০
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ আহসান ভাই। ভালো থাকুন। সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৪
সাইন বোর্ড বলেছেন: তা ছাড়া মানুষ তো অনেক ক্ষেত্রে পশুর থেকে নিচেই নেমে গেছে...