![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
#
আমি যুদ্ধ দেখিনি
’৭১ এর অনেক পরে আমার জন্ম
প্রথম চোখ মেলে স্বাধীন বাংলাদেশকেই দেখেছি
বড়দের মুখে
শুনেছি মুক্তিযুদ্ধের গল্প
আর
যুদ্ধাপরাধীদের ঘৃণা করতে শিখেছি
জেনেছি ১৬-ই ডিসেম্বর যুদ্ধ শেষ হয়েছিল
১৬-ই ডিসেম্বর বিজয়ের দিন
আর কোনো যুদ্ধ করতে হবে না আমাদের এর পর থেকে
আমরা স্বাধীন
আমাদের সকল দুঃখের অবসান ঘটেছে এই দিনে
এখন কেবল উন্নয়ন আর উন্নয়ন আর
সুখ ও শান্তির বসবাস
পরম্পরায় আমার ছেলেকেও তা জানিয়েছি ও শিখিয়েছি
অথচ আজ একটি প্রশ্ন আমাকে আশ্চর্য ভাবে বিব্রত করেছে
আমি কোনো সদুত্তর দিতে পারিনি
স্বাধীনতার ৪৭ বছর পরও এই দেশে
কথিত বন্দুকযুদ্ধে নিহত হচ্ছে মানুষের মতো দেখতে কিছু প্রাণী
যাদেরকে আমরা ভাই বলে জানি সন্তান বলে জানি
বন্ধু বলেও জানি-
তাহলে যুদ্ধের শেষ কোথায়
এইসব প্রাত্যহিক যুদ্ধের অপরাধী আসলে কে
কারা-ই-বা রাজাকার আল-বদর আল-শামস এইখানে
এদেরও কি ফাঁসি চাইতে হবে আমাদের
০৬.০৪.২০১৮
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১১
ঋতো আহমেদ বলেছেন: না জানলে চলবে কীভাবে !
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
২| ০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫১
সফেদ বিহঙ্গ বলেছেন: প্রশ্নটা ভাবায় কিন্তু আমরা ধামাচাপা দিয়ে সবকিছুকে ঢেকে রাখতে ভালোবাসি.।.।.।.।.।.।
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১২
ঋতো আহমেদ বলেছেন: এইরকম ধামাচাপা ভালোবাসা বাসি বদলাতে হবে, কি বলেন
৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
ভুল বানান বলেছেন: ফাঁসি ও কি খুন নয় ?
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৩
ঋতো আহমেদ বলেছেন: কঠিন প্রশ্ন। ইট ডিপেন্ডস অন ...
৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
ব্লগ মাস্টার বলেছেন: এসব প্রশ্নের উত্তর সকলের জানা আছে কিন্তু কেহ উত্তর দিতে প্রস্ত্তুত নয়।
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৪
ঋতো আহমেদ বলেছেন: ঠিক বলেছেন মাস্টার দা
৫| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩২
রাজীব নুর বলেছেন: দুষ্টলোক মরে মরে কমুক। তাতে দেশের মানুষের উপকার হবে।
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৬
ঋতো আহমেদ বলেছেন: ভালো বলেছেন। তবে, সাবধান থাকবেন। কখন না আবার দুষ্টু লোকের লিস্ট এ নাম উঠে যায়। তারপর ..
৬| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৬
নূর-ই-হাফসা বলেছেন: কবিতার কথাগুলো খুব ভালো লাগলো
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৭
ঋতো আহমেদ বলেছেন: আপনার মন্তব্যও খুব ভালো লাগলো। ধন্যবাদ
৭| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৫
জাহিদ অনিক বলেছেন:
স্বাধীনতা; পেয়েছি কি !
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯
ঋতো আহমেদ বলেছেন: স্বগোতক্তি, তারপর নিজের কাছে প্রশ্ন। আসলে এটাও নির্ভর করে..
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৯
শাহিন বিন রফিক বলেছেন: কঠিন প্রশ্ন করেছেন আপনি, উত্তর বোধ হয়ে কারোর জানা নাই।