![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
সেদিন মাছ একটি গাঢ় রঙের মধ্যে নিজেকে ডুবিয়ে
ফিরে তাকালো আমার দিকে
আর আমি অভিভূত হয়ে নাম কি জানতে চেয়ে পানির নিচে
একটি জলজ চিরকুট পাঠাই-
আমার ধারণা ছিল মাছেদের যার যার নাম
ঈশ্বর কর্তৃক পূর্ব নির্ধারিত হয়
আর
বাজারে সেইসব নাম অনুসরণ করে আমরা তাদের কিনি
অথচ এর নাম আমি কিছুতেই মনে করতে পারছিলাম না
তারপর
কিছুক্ষণ অপলক থেকে
মাছ সেই গাঢ় রঙের মধ্যে নিজেকে ঘুরিয়ে দৃশ্যান্তর ঘটালো
ওহ্ ঈশ্বর কেন যে চোখের ভেতর হঠাৎ এমন পাথর বসে গেল
১০.০৪.২০১৮
১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৭
ঋতো আহমেদ বলেছেন: ,,হ্ ,, ঘুইর্যা গেছিল। অহন বাউ অইছে
২| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৩
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০০
বর্ণিল হিমু বলেছেন: মোর ঘুরিয়ে দিছেন.....