![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
#
শেষ পর্যন্ত কয়জন ছাত্রের মাথা ফাটালেন আমাদের
মহান পুলিশ বাহিনী
কতোজন ছাত্র আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছে
কতোজন প্রিজন সেলে
কতোজনের নামে মামলা হোলো
কতোজন গুম হোলো- আর পাওয়া যাবে না যাদের-
তাদের সঠিক পরিসংখ্যান আমার কাছে নেই
আপনার কাছে কি আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী
আপনি এবং আপনার পুলিশ বাহিনীর তৎপরতায় আমরা
মুগ্ধ
সেইসাথে মুক্তিযোদ্ধা সন্তান পরিষদ এর ওই
বেজন্মাটাকেও-
ব্রাভো পাওনা হয়েছে আপনাদের
সঠিক পরিসংখ্যানটা জানাতে পারলে বিশেষ আয়োজনে
মেডেলও প্রদান করা যেতে পারে আপনাদের
সবাইকে
উন্নয়নের গণতন্ত্রের অব্যাহত ধারায় আপনারা অনন্য দৃষ্টান্ত
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সূর্য সন্তান
স্যালুট আপনাদের
১৩.০৪.২০১৮
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩
ঋতো আহমেদ বলেছেন: হা হা, ভাই আপনার চোখে সমস্যা। আপনি চোখের ডাক্তার দেখান। তারপর যদি কিছু দেখতে পান..
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৭
রাজীব নুর বলেছেন: দেশ উন্নয়নের মহাসড়কে- কিন্তু আমি কোনো উন্নয়ন দেখতে পাই না।