![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
#
সংক্রান্তির পর একটি নতুন ভোর
একটি নতুন দিনের শুরু
একটি পুরনো গোপন ইচ্ছের মাথাচাড়া
সমগ্র দিন
বুকের ভেতর পুষে রাখছি
আনমনে
এবং
অলক্ষ্যে
জানি তুমি আসবে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে
বৃষ্টি ভেজা সন্ধ্যায় অথবা রাতে
কালবৈশাখীর ঝড়ো বাতাসে এবং
গর্জনে
বিদ্যুৎ-এ বিদ্যুৎ-এ
তোমার সৌন্দর্যের ঝলক ঝলসে দেবে এই কংক্রিটের সমূহ জঙ্গলে
আমার সম্পর্কের পাপ আমার অন্ধকার
তবুও
পাখি আমার একলা লাগে
পাখি আমায় উড়তে চাওয়ার ডানা ভাঙে
নতুন দিনের মিছিল এলে পাখি আমার আকাশ দ্যাখে
প্রণয় ম্যালে
সংক্রান্তির পর একটি পুরনো মুখ নতুন চোখের দৃষ্টিতে
হৃদয় খোলে
১৪.০৪.২০১৮
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৮
ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । সেই সাথে শুভ নববর্ষ।
২| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩০
এখওয়ানআখী বলেছেন: সাধু সা-ধু। ভাবনারা এভাবেই ফিরে ফিরে আসে।
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩
ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ এখওয়ান ভাই। নববর্ষের শুভেচ্ছা জানবেন।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩২
রাজীব নুর বলেছেন: বৈশাখের যে বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তা হলো- হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের সব পেশার মানূষ দিনটি হাসি মুখে পালন করে।
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২২
ঋতো আহমেদ বলেছেন: ঠিক বলেছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে পহেলা বৈশাখ উদযাপন উৎসব সকলের।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮
চাঁদগাজী বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা।
ভালো থাকুন
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২০
ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ গাজী ভাই। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৯
সোহাগ তানভীর সাকিব বলেছেন: নববর্ষের নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামির দিনগুলো।
নববর্ষের শুভেচ্ছা।