![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
I have to say it now, it's been good life all in all,
it's really fine to have a chance to hang around
and lie there by the fire and watch the evening..
-John Denver
আসিফা এই গানটি শোনেনি কখনো
কেননা
তখনো তার বয়স হয়নি
তার পরিবারের কেউই হয়তো শোনেনি
তনু কিংবা রূপা কি শুনেছিল
রাজিব.. সিদ্দিকুর অথবা যে মেয়েরা
পাবলিক বাসে যৌন নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত
তাদের কেউ কি ডেনভারের এই গানটি নিতে পারবে কখনো
পালিয়ে যাওয়া সুবোধ
বর্ধমানের ইমাম সাহেব অথবা তার কলজে-চেরা সন্তানের
মা
কেউ কি পারবে
অথচ কী আশ্চর্য...কী আশ্চর্য প্রশান্তি
কী অদ্ভুত ভালোলাগা
কর্ণকুহর থেকে নেমে ধীরে ধীরে ভরে দিচ্ছে আমার সমগ্র
পাতাল
মিলিয়ে নিচ্ছে আমাদের
‘আ-ন-ন্দ-ধারা বহিছে ভুবনে'
আবে শ্শালা মানুষ জন্মের শাপ তুই কি বুঝবি তুই কি
জানিস
তুই ই তোর পাপ
২৭.০৪.২০১৮
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।