| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ঋতো আহমেদ
	আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
#
ছায়ার উপর স্রোতস্বিনী চোখ
তার উপর কায়া
কতটুকুই-বা পেয়েছো তুমি- কতো মোহনীয়- মায়া
ঘরের ভেতর ঘূর্ণায়মান ঘর
তার ভেতরে আয়না
কতটুকুই-বা দেখেছো তুমি- এতো হুলস্থুল- আর না
এবার শ্রাবণ হোক
এবার বজ্র হোক 
এবার কিছু পুড়ুক প্রেমের পোশাক
আমার মাটির ঘরে শুধুই আকাশ নয়-
থাকুক কিছুটা অগ্নি
থাকুক কিছুটা পংক্তি
থাকুক কিছুটা জল ও বিরাগ
০২.০৫.২০১৮
 
০৩ রা মে, ২০১৮  দুপুর ১:৩৪
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ নুর ভাই
২| 
০৩ রা মে, ২০১৮  সকাল ১১:৫৪
আকিব হাসান জাভেদ বলেছেন: থাকুক কিছু জটিলতা 
থাকুক  মায়া মুখ 
কবির মতো প্রকৗশলীর 
জোড়াক ভালোবাসার সুখ ।
 
০৩ রা মে, ২০১৮  দুপুর ১:৩৪
ঋতো আহমেদ বলেছেন: আকিব জাভেদ একসময় আমার প্রিয় বোলার ছিলেন। স্কুলে পড়ি তখন। ধন্যবাদ আপনাকে। কবিতা পাঠ ও মন্তব্যে ভালো লাগলো।
৩| 
০৩ রা মে, ২০১৮  দুপুর ১২:০৬
ইমরান আল হাদী বলেছেন: সুন্দর কবিতা.....
 
০৩ রা মে, ২০১৮  দুপুর ১:৩৫
ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ
৪| 
০৩ রা মে, ২০১৮  দুপুর ১২:৪৯
খালেদা শাম্মী বলেছেন: দারুণ ভাবপূর্ণ কবিতা।
 
০৩ রা মে, ২০১৮  দুপুর ১:৩৬
ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ শাম্মী জি।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৮  সকাল ৮:৫৬
রাজীব নুর বলেছেন: থাকুক আমার কিছুটা ভালো লাগা।