| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ঋতো আহমেদ
	আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
#
কোথাও কোনো হল্লা নেই
সময়টা পড়ে আছে আনুভূমিক- নিশ্চুপ নিথর(পাথর যেন)
কোথাও কোনো প্রীতি নেই সম্প্রীতি নেই
করুণার চোখ চেয়ে আছে 
ভরাট নিস্তব্ধে- সুধীর আগুনে- পাতালে
শুধু একটা ফুঁ আঁকা হবে আজ শহরের বুক-কে চিরে- 
চিতিয়ে।
২০.০৫.২০১৮
 
২১ শে মে, ২০১৮  সকাল ১০:৫০
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ অনন্য দায়িত্বশীল
২| 
২১ শে মে, ২০১৮  সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: বাহ !!
 
২১ শে মে, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৯
ঋতো আহমেদ বলেছেন: ![]()
৩| 
২১ শে মে, ২০১৮  দুপুর ১:২৩
কাইকর বলেছেন: আহা....সুন্দর। ভাল লাগলো পড়ে
 
২১ শে মে, ২০১৮  সন্ধ্যা  ৭:০০
ঋতো আহমেদ বলেছেন: ![]()
৪| 
২২ শে মে, ২০১৮  ভোর ৪:৩০
অর্থনীতিবিদ বলেছেন: শুধু ফুঁ আঁকা হবে কেন? অন্য কিছুও তো আঁকা হতে পারে।
 
২২ শে মে, ২০১৮  সকাল ৮:৪৮
ঋতো আহমেদ বলেছেন: হা হা..অবশ্যই যেতে পারে অর্থনীতিবিদ ভাই। সেক্ষেত্রে আপনি আল্লার মাল আবদুল মুহিতের সঙ্গে কথা বলে দেখতে পারেন।  ![]()
৫| 
২২ শে মে, ২০১৮  সকাল ৯:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: একটা পরিবর্তন, একটা বদলের ফুঁ বড় বেশী দরকার! 
 
 
২৫ শে মে, ২০১৮  দুপুর ১২:৩৮
ঋতো আহমেদ বলেছেন: ঠিক বলেছেন। পরিবর্তন খুব বেশি কাঙ্ক্ষিত এখন।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৮  সকাল ১০:২৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অসাধারণ!!